Hot Posts

6/recent/ticker-posts

বিদ্যাপতির পরিচয়, জন্ম,সাহিত্য ভাষা,শ্রেষ্ঠ পদ,বৈশিষ্ট্য

বিদ্যাপতির পরিচয়, জন্ম,সাহিত্য ভাষা,শ্রেষ্ঠ পদ,বৈশিষ্ট্য 

কবি বিদ্যাপতিঃ---

*পরিচয়, জন্ম, সাহিত্য কর্ম, সাহিত্য ভাষা,শ্রেষ্ঠ পদ

(১)বিদ্যাপতি জন্মগ্রহণ করেন -মিথিলার সীতাকুমার বিসফি গ্রামে, আনুমানিক-১৩৭৪ খ্রীঃ

(২)বিদ্যাপতি ছিলেন— বৈষ্ণব কবি ।

(৩)বিদ্যাপতি যেসব ভাষায় পদ রচনা করেন— মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায় । ।

(৪) বিদ্যাপতির শ্রেষ্ঠ রচনা -- রাধা-কৃষ্ণ বিষয়ক পদ ব্রজবুলি ভাষায়

(৫) ব্রজবুলি যে ভাষার সমন্বয়ে সৃষ্টি— বাংলা ও মৈথিলি ভাষার ।

(৬)বাংলাদেশে বিদ্যাপতির সবপদই — রাধা-কৃষ্ণ বিষয়ক। 

(৭)বিদ্যাপতির কাব্যকে রবীন্দ্রনাথ ঠাকুর অভিহিত করেছেন— রাজকন্ঠের মণিমালা হিসেবে।

(৮) বিদ্যাপতি রচিত শ্রেষ্ঠ পদ--


'এ সখি হামারি দুখের নাহি ওর ।

 এ ভরা বাদর, মাহ ভাদর

   শূন্য মন্দির মোর।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ