চণ্ডীমঙ্গল কাব্য পরিচয় বিষয়বস্তু চরিত্র রচয়িতা
চণ্ডীমঙ্গলঃ
চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্য এ দেশে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। মাণিক দত্ত চণ্ডীমঙ্গলের আদিকবি। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ভাড়ুদত্ত, ফুল্লরা ধনপতি সদাগর প্রভৃতি চণ্ডীমঙ্গলের প্রধান চরিত্র। ধনপতি সদাগর ছিলেন উজানীনগরের অধিবাসী।
(১) চণ্ডীমঙ্গলের আদি কবি— মানিক দত্ত
(২) চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি দ্বিজ মাধবকে বলা হয় 'স্বভাব কবি।
(৩)চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী।
(৪) মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি— কবিকল্পন ।
(৫) চণ্ডীমঙ্গল কাব্য রচিত— চণ্ডীদেবীর কাহিনি অবলম্বনে।
(৬) কবি মুকুন্দরামের সবচেয়ে জনপ্রিয় কাহিনি কাব্য — কালকেতু উপাখ্যান ।
(৭) চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনি— দুই খণ্ডে বিভক্ত।
(৮) চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র— কালকেতু।
(৯)কবি মুকুন্দরাম চক্রবর্তীকে 'কবিকঙ্কন' উপাধি দেন— জমিদার রঘুনাথ রায়
(১০) বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র— ভাড়ুদত্ত।
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1
তথ্যসংগ্রহ ঃ-
George's mp3 -বাংলা সাহিত্য
Professor,s MCQ Reviews -বাংলা সাহিত্য
0 মন্তব্যসমূহ