মঙ্গলকাব্য কি,মঙ্গলকাব্যের পরিচয়,বৈশিষ্ট্য
মঙ্গলকাব্যঃ
(১) বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্যই হলো— মঙ্গলকাব্য।
(২)প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়— পৌরাণিক ও লৌকিক । ।
(৩) মঙ্গলকাব্যের মূল উপজীব্য — দেবদেবীর গুণগান।
(৪)মধ্যযুগের অন্যতম সাহিত্য — মঙ্গলকাব্য।
(৫)আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত। মনসামঙ্গল।
(৬)একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে সাধারণত – ৫টি অংশ থাকে । যথা : বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্ত্যখণ্ড ও শ্রুতিফল ।
(৭) মঙ্গলকাব্যের অপ্রধান ধারা ধর্মমঙ্গল কাব্য, শিবমঙ্গল/কালিকামঙ্গল।
উল্লেখযোগ্য মঙ্গলকাব্য রচয়িতা ও প্রধান চরিত্র
কাব্য ----কবিগণ----+প্রধান চরিত্র
মনসামঙ্গল---কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস,কেতকাদাস ক্ষেমানন্দ--- চাঁদ সওদাগার, বেহুলা লখিন্দর, মনসা
চণ্ডীমঙ্গল---দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী,দ্বিজরাম দেব, মুক্তরাম সেন---ফুল্লরা, কালকেতু, ধনপতি, মুরারূ শিল
অন্নদামঙ্গল--ভারতচন্দ্র রায়গুণাকর--ঈশ্বররী পাটুনী,হীরামালীনী
ধর্মমঙ্গল--- ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী,
শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু--- লাউসেন, হরিশ্চন্দ্র।
তথ্যসংগ্রহ ঃ-
George's mp3 -বাংলা সাহিত্য
Professor,s MCQ Reviews -বাংলা সাহিত্য
0 মন্তব্যসমূহ