***বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1
বৈষ্ণব পদাবলী কী ? এর পরিচয় বৈশিষ্ট্যঃ-
বৈষ্ণব পদাবলিঃ
(১)মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদবৈষ্ণব পদাবলী
(২)অত্যন্তএ অমর কবিতাবলী সৃষ্টি হয়— রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে ।
(৩)বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা – চণ্ডীদাস
(৪) বৈষ্ণব পদাবলি বৈষ্ণব সমাজে পরিচিত – মহাজন পদাবলি নামে
(৫) বৈষ্ণব পদাবলির উল্লেখযোগ্য কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস, বলরাম দাস। । বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত – ব্রজবুলি ভাষায় ।
(৬) ব্রজবুলি ভাষা হলো— একটি কৃত্রিম ভাষা (বাংলা ও মৈথিলী ভাষার সংমিশ্রণে তৈরি)।
**তথ্যসংগ্রহঃ
professors mcq review-বাংলা সাহিত্য
0 মন্তব্যসমূহ