গবেষণা কী??
গবেষণা বলতে কি বুঝ?
সুনির্দিষ্ট এক বা একাধিক বিষয় থেকে পৃথকীকরণ করে কোন সীমিত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ বা সত্য আবিষ্কার করে জ্ঞানের শূন্যতা পূরণ করাকে গবেষণা বলে।
সাহিত্য গবেষণা কী?-
সাহিত্য গবেষণার পরিচয়ঃ-
সাহিত্যকে নির্ধারিত গবেষণা পদ্ধতি অনুসরণ করে আলোচনা পর্যালোচনা ও মূল্যায়ন করাকেই সাহিত্য-গবেষণা বলা হয়।
সাহিত্য গবেষণা পদ্ধতিঃ-
সাহিত্য গবেষণার সাধারণত নিচের কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয়ঃ-
(১)পাঠ বিশ্লেষণ পদ্ধতি
(২)বর্ণনামূলক পদ্ধতি,
(৩) ঐতিহাসিক পদ্ধতি
(৪)তুলনামূলক পদ্ধতি,
(৫)দালিলিক পদ্ধতি,
(৬)পর্যবেক্ষণ পদ্ধতি
(৭)কেস স্টাডি বা ঘটনা সমীক্ষা
৮)ফিল্ড স্টাডি বা ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি
(১)পাঠ বিশ্লেষণ পদ্ধতিঃ- (Content Analysis Method )
যে গবেষণা পদ্ধতিতে কোনো রচনার পাঠ (Text) বিশ্লেষণ করে গবেষণা সম্পন্ন করা হয় তাকে পাঠ বিশ্লেষণ পদ্ধতি বলা যেতে পারে। সাহিত্য গবেষণার ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত গৱেষণা পদ্ধতি। সাধা- রণত গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ প্রভৃতি আঙ্গিকের সাহিত্য নিয়ে পরিচালিত গবেষণায় এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে গবেষণা যুক্ত সাহিত্যের পাঠকে আলোচনা সমালোচনা পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়।
(.২..)বর্ণনামূলক পদ্ধতি (Descriptive Method).
বর্ণনামূলক পদ্ধতির মূল ভিত্তি বর্ণনা। গবেষণায় যখন গবেষণার অন্তর্গত কোনো বিষয়কে বর্ণনার মাধ্যমে বিকশিত করে গবেষকের নিজস্ব পর্যবেক্ষণ দিতে হয় তখন বর্ণনামূলক পদ্ধতি অনুসরণ করা হয়।
**পাঠ বিকৃতির কারণ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
(৩)ঐতিহাসিক পদ্ধতি (Historical Method)ঃ-
কোনো কোনো গবেষণার ইতিহাসের নানা প্রग এ প্রাসঙ্গিক বিষয় হিসেব পরিগণিত হয়। এই ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনাক্রম, ঐতিহাসিক উপকরণ, বিভিন্ন ঐতিহাসিক দলিল প্রভৃতি বিবেচনা ঋথা হল। এসবের ভিরেতে অনুসৃত পদ্ধতিকে ঐতিহাসিক পদ্ধতি বলা যেতে পারে এই ক্ষতি কোন রেখা, বিশেষত সাহিত্য গবেষণার ঐতিহাসিক প্রেক্ষাপট রচনার সহায়ক হতে পারে।
(৪)তুলনামূলক পদ্ধতি (Comparative Method)ঃ-
তুলনাকে ভিত্তি করে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাই মূলত তুলনামূলক পদ্ধ সাহিত্যের ক্ষেত্রে এক সাহিত্যের সঙ্গে আরেক সাহিত্যের তলনা হতে পারে। উপন্যাস নিয়ে যদি গবেষণা হয়, তবে এক উপন্যাসের মত অনেক উপন্যাসের কিংবা অন্য সাহিত্য আঙ্গিকে প্রকাশিত জন্য কোনো সাহিত্যের তলনামূলক বিশেষ মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করা হতে পারে।
**পাঠ সম্পাদনা ও পান্ডুলিপি পাঠ সম্পর্কে পড়াশোনা করতে এখানে ক্লিক করুন
(৫). দালিলিক পদ্ধতি (Documentary Method )
কোনো গবেষণায়, বিশেষত ইতিহাসের গবেষণায় প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য বিষয়ক গবেষণায় বিভিন্ন ধরণের দলিলকে অবলম্বন করে গবেষণা পরিচালিত হয়। এই দলিলকে ভিত্তি করে সম্পাদিত গবেষণাকে দালিলিক পদ্ধতি বলে।
(৬). পর্যবেক্ষণ পদ্ধতি (Observation Method)ঃঃ
জীবন চলার পথে মানুষ প্রতিনিয়ত অনেক কিছু লক্ষ্য করে। মানুষের জীবনধারার পরিলক্ষিত নানা বিষয়ের অবলোকন থেকেই পর্যবেক্ষণ পদ্ধতির উন্মেষ। গবেষকের প্রত্যক্ষ অভিজ্ঞতায় পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত তথ্যের ভিত্তিতে পর্যবেক্ষণ পদ্ধতি কার্যকর হয়।
(৭). কেস স্টাডি বা ঘটনা সমীক্ষা (Case Study)..
অনেক গবেষণায় কোনো এক বা একাধিক বিষয় বা ঘটনাকে অবলম্বন করে গবেষণা পরিচালনা করা হতে পারে । এই সকল এক বা একাধিক ঘটনাকে কেন্দ্র, বা ঘটনা হিসেবে ধারণ করে পরিচালিত গবেষণাকে কেস স্টাডি বা ঘটনা সমীক্ষা বলা হয় ।
(৮)ক্ষেত্র সমীক্ষা (field study):-
কোনো গবেষণায় সুনির্দিষ্ট কোনো এলাকাকে নির্বাংশ করে তা অধ্যয়নের মাধ্যমে সেই এলাকা সম্পর্কে সাধারণ সিন্ধান্তে উপনীত হওয়ার প্রয়াস থেকেই ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড স্টাডি পদ্ধতির জন্য।
তথ্যসংগ্রহঃ-
জয়ন্ত গোস্বামীঃ প্রাচীন পুথি গবেষণা ঃঃপ্রয়োগ ও পদ্ধতি
0 মন্তব্যসমূহ