[[বাংলা সাহিত্যের মধ্য যুগ
মধ্য যুগের বাংলা সাহিত্য
অন্ধকার যুগ
চণ্ডীদাস সমস্যা]]]
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1
প্রশ্নঃ১--
***বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কি বুঝ??বিস্তারিত আলোচনা কর।
***বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন যুগ স্বীকার কর কি? এ সম্পর্কে পন্ডিত বর্গের অভিমতসহ তোমার বক্তব্য লেখ।
***বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ধারণা উদ্দেশ্যমূলক। এই মতের পক্ষে ও বিপক্ষে তথ্য ও যুক্তি পা বাংলা সাহিত্যে অন্ধকার যুগের অস্তিত্ব মেনে নেয়া যায় কি? আলোচনা
***বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগের অস্তিত্ব কতটুকু? আলোচনা কর।
***বাংলা সাহিত্যে 'অন্ধকার যুগ' বলতে কী বুঝায়? এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মতের পরিচয় দাও
***বাংলা সাহিত্যের ইতিহাসে 'আঁধার যুগ বা তামস যুগ' তুমি স্বীকার কর কি? যুক্তি প্রমাণযোগে তোমার স্বমত প্রতিষ্ঠিত কর।
উত্তর----
বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়।
১.প্রাচীন
২.মধ্য
৩.আধুনিক
এই তিনটি যুগে বাংলা সাহিত্যের নানা নিদর্শন লক্ষ্য করা যায়। অনেকের মতে মধ্য একটি নির্দিষ্ট সময়ে বাংলা সাহিত্যের কোন সাহিত্য সৃষ্টি করা হয়নি আর এই নির্দিষ্ট সময়ে এই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে কল্পনা করা হয়।
বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব, বিকাশ ও পরিণতির বৈশিষ্ট্য নিরূপণ করতে গিয়ে ঐতিহাসিকগণ সমগ্র সময়কে প্রাচীনযুগ (৬৫০ খ্রিঃ-১২০০ খ্রিঃ), মধ্যযুগ (১২০১ খ্রিঃ (১৮০০ খ্রিঃ) ও আধুনিক যুগ (১৮০১ খ্রিঃ বর্তমান যুগ) – এ তিনটি অধ্যায়ে ভাগ করেছেন। বাংলা সাহিত্যের এই উদ্ভব, বিকাশ ও স্রোতধারা সমান্তরাণ নয়। মধ্যযুগের হারতেই প্রায় দেড়শ বছর নব প্রসূত সাহিত্যের ধারা তার গতিপথ হারিয়ে অনুৎকর্ষ মরুদ্যানে পরিণত হয়েছে। মধ্যযুগের ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী এই সুদীর্ঘ অধ্যায়টিকে ঐতিহাসিকেরা অন্ধকার যুগ, নিম্ফী, পর্ব ইত্যাদি নামে অভিহিত
বাংলা সাহিত্যের অন্যান্য অনেক বিষয়বস্তুর মন, তারিখ বা চরিত্র বৈশিষ্ট্য বিবিধ বিষয় নিয়ে যেমন বিতর্কের অবকাশ রয়ে যায়, তেমনি প্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা নিয়েও বিতর্কের অবকাশ রয়েছে। ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার শিল্পী লক্ষ্মণ সেনকে ক্ষমতাচ্যুত করে বাঙালি তুর্কি বিজয়ের মাধ্যমে মুসলমান শাসন আমলের সূত্রপাত করেন (১৩৫২ খ্রিস্টাব্দে শামসুদ্দীন ইলিয়াস শাহের দিল্লির শাসনযুক্ত রাষ্ট্রের প্রতিষ্ঠা পর্যন্ত)। এই দেড়শ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয় নি অনুমান করে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের অভ্যন্তরে সাময়িকভাবে শান্তি কতটুকু গ্রহণযোগ্য এব হওয়ায় সাহিত্য চর্চা বিঘ্নিত হয়েছিল— এ সিদ্ধান্ত আলোচনার দাবি রাখে। 'অন্ধকার যুগ' বলে স্বতন্ত্র কোন যুগের অস্তিত্ব আছে কিনা তা
বাংলা সাহিত্যের ইতিহাস যাঁরা রচনা করেছেন তাঁদের অনেকেই তুর্কিদের আগমনকে বাংলার সাংস্কৃতিক জীবনের বিপর্যয় বলে বর্ণনা করেছেন। উদাহরণস্বরূপ ক'জন বিশিষ্ট পণ্ডিতের বক্তব্য আমরা স্মরণ করতে পারি। ২. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, “১২০১ খ্রিস্টাব্দ হতে প্রায় দেড়শত বছর
ধরে বাংলাদেশের সাহিত্য বা জ্ঞান চর্চায় বিশেষ নিদর্শন পাওয়া যায় না। এটি একটি ইতান্তরের কাল। দেশময় মারামারি, কাটাকাটি, নগর ও মন্দির ধ্বংস, অভিজাত বংশীয় পরিষদের উচ্ছেদ প্রভৃতি অরাজকতা চলছিল। এরপ সময়ে বড়দরের সাহিত্য হওয়া সম্ভব সুকুমার সেনের মতে, “তুর্কি আগমনের কালে বাঙালির বিদ্যা ও সাহিত্য চর্চার মূলে
কুঠারাঘাত পড়িল।ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, “শারীরিক বল, সমর কুশলতা ও বীভৎস হিংস্রতার দ্বারা মুসলমানেরা অমানুষিক বর্বরতার মাধ্যমে বঙ্গ সাংস্কৃতিক ক্ষেত্রে অসম যুগের সৃষ্টি
শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, “তুর্কিরা শুধু দেশ জয় করিয়াই সন্তুষ্ট হয় নাই, তারা বাংলার ধর্ম ও সমাজজীবনে গুরুতর আঘাত হানিয়াছিল। হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠ
বিহারের মধ্যে একটা ব্যাপক ধ্বংস অভিযান চলিয়াছিল এবং অনেকটা এই কারণেই বোধ
হয় তুর্কি বিজয়ের পর প্রায় দুই শতাব্দী ধরিয়া বাংলা সাহিত্য রচনায় আর কোন নিদর্শন
মেলে না।"
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, “বস্তুত মুসলমান অধিকার কাল হইতে এই সময় পর্যন্তকোনও বাংলা সাহিত্য আমাদের হস্তগত হয় নাই। আমরা এই ১২০১ হইতে ১৩৫২খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্ধকার যুগ বলিতে পারি।”তুর্কি আক্রমণ এবং বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে সেই আক্রমণের প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে কনক বন্দ্যোপাধ্যায়, গোপাল হালদার একই মত পোষণ করেছেন। উল্লেখ্য পণ্ডিতবর্গের বক্তব্যকে এক সঙ্গে বিচার বিশ্লেষণ করলে মোটামুটি তুর্কি আক্রমণ এবং
এদের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা যে ধারণা করতে পারি তা হল তুর্কিদের বাংলাদেশে আক্রমণ এবং তাদের দু'শ বছর শাসনের ইতিহাস বিপ্লব আর বিদ্রোহের ইতিহাস, দেশময় মারামারি, কাটাকাটি, নগর মন্দির ধ্বংস, অভিজাত
বংশীয় পণ্ডিতদের উচ্ছেদের ইতিহাস।তুর্কিদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সমগ্র দেশ জুড়ে প্রতিরোধ আন্দোলন, সর্বাত্মক সংঘর্ষ এবং সংঘর্ষের ফলশ্রুতিই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ'।যদিও বক্তব্যগুলো বাংলা সাহিত্যের ক’জন পণ্ডিতের তবুও ইতিহাস আলোচনায়
তাদের অভিমতগুলো কতখানি ইতিহাস নির্ভর তা বিচার করে দেখা যেতে পারে।
এক প্রতিরোধ ক্ষমতার অভাব ঃ---
তুর্কিদের আগমনকালে তাদের বিরুদ্ধে বাংলাদেশের বড় রকমের বিপ্লব বা প্রতিরোধ গড়ে ওঠেছিল একথা যারা বলতে চান ইতিহাসের একটি ঘটনার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। তুর্কিরা যখন বাংলাদেশ আক্রমণ করেন তখন বাংলার শাসন ক্ষমতা ছিল রাজা লক্ষ্মণ সেনের হাতে। তুর্কিদের আক্রমণের সংবাদ পাওয়ার সাথে সাথে বাংলার তৎকালীন রাজা লক্ষ্মণ সেন আত্মরক্ষার্থে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। বখতিয়ার খিলজী মাত্র ১৭ জন অশ্বারোহী সৈন্য নিয়ে নদীয়া
বিজয় সম্পন্ন করেন এটি ঐতিহাসিক সত্যতার প্রমাণ রাখে। দেশের রাজা যখন আত্মরক্ষার জন্য পালিয়ে গেছেন, সেক্ষেত্রে বিদ্রোহ বিপ্লবের ধারণা একান্ত কাল্পনিক।এছাড়া লক্ষ্মণ সেনের শাসনকালে রাজপরিবারের সদস্যরা কী রকম অনাচার ব্যভিচারে লিপ্ত ছিলেন, তাদের কী রকম চারিত্রিক অধঃপতন ঘটেছিল সে সবের প্রমাণ মেলে তৎকালীন সেক শুভোদয়া' গ্রন্থের বর্ণনায় লক্ষ্মণ সেনের সময় একদিকে যেমন সর্বশ্রেণীর মানুষের চারিত্রিক নিদর্শন পাওয়া যায়, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে। এই হল সেন রাজাদের দ্বারা শাসিত বাংলার মানুষের অর্থনৈতিক জীবন চিত্র।
জাতীয় চেতনার অভাব:---
এরপর আসে বাঙালির সাংস্কৃতিক জীবনের কথা। সেনরা
ছিলেন কর্ণাট দেশীয় ব্রাহ্মণ এবং তাদের মাতৃভাষা সংস্কৃত। বাংলাদেশ সেনদের দখলে আসার সাথে সাথে বাঙালির উপর চাপিয়ে দেয়া হয় সংস্কৃত ভাষার বোঝা। নির্দেশ দেয়া হয় কেউ যদি অষ্টাদশ পুরাণ শ্রবণ করে, তাহলে সে কৈরব নরকে নিক্ষিপ্ত হবে। প্রত্যেক দেশে যুগে যুগে মাতৃভাষাই জাতীয় চেতনার মূল উৎস হিসেবে বিবেচিত হয়। কিন্তু সেই উৎসে যখন সেনেরা আঘাত হেনেছে, তখন বাঙালির জাতীয় চেতনায় কোন প্রতিক্রিয়াই ঘটে নি। সুতরাং দেশের মানুষ এই শাসক শ্রেণীর নেতৃত্বে তুর্কি আক্রমণের বিরুদ্ধে বড় রকমের প্রতিরোধ গড়ে তুলবে, এমনটি আশা করা যায় না। বরং সেনদের শোষণ নির্যাতন থেকে অব্যাহতি পাবার আকাঙ্ক্ষায় তৎকালীন বাংলাদেশের আপামর জনসাধারণ তুর্কিদের আগমনকে অভিনন্দন জানিয়েছেন। কাজেই তুর্কিদের আগমনে বাংলাদেশে বিপ্লব বিদ্রোহের কথা বলে যারা ত্রয়োদশ, চতুর্দশ শতককে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলে চিহ্নিত করতে চান যুক্তির দিক থেকে তাদের সে অভিযোগ আদৌ ঠিক কিনা তা আজ নতুন করে ভেবে দেখা প্রয়োজন।
ইসলাম গ্রহণ: ----
তুর্কিরা ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। সেনদের শাসনকালেসাধারণ মানুষ যখন নিজেদের মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়ে অভ্যন্ত অসহায়ভাবে নির্যাতন করছিল, তখন অনেকেই নবাগত ইসলামের মহান আদর্শে অনুপ্রাণিত হয়েই ইসলাম গ্রহণ করেছিলেন। শুধুমাত্র জোর করে তরবারির সাহায্যে তুর্কিরা এদেশে ইসলাম কায়েম করেছিলেন এর কোন বাস্তব প্রমাণ নেই। সামাজিক অসাম্য, অনাদর্শ এবং শ্রেণীগত বিভেদই বর্ণ সংস্কারে জর্জরিত বাংলাদেশে ইসলামের বিজয় অভিযানের অন্যতম কারণতুর্কিদের আগমনকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা না করে বাংলাদেশের তৎকালীন রাজা লক্ষণ সেন রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছেন। কাজেই তুর্কিদের আগমনকে কেন্দ্র করে অত্যাচার, নির্যাতন, সংঘর্ষ, বিপ্লব, যুদ্ধ-বিগ্রহ রণক্ষেত্রের কল্পনা করে এ সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে আখ্যায়িত করার পেছনে তেমন কোন ঐতিহাসিকআছে বলে আমরা মনে করতে পারি না।
বাঙালি জাতির ইতিহাস ঃ---
তুর্কিদের আগমনের ফলাফল এদেশের জন্য শুভ কি অশুভ হয়েছে তা সত্যিকার ভাবে বুঝতে হলে আমাদের বিচরণ করতে হবে বাঙালি জাতির ইতিহাসে । পালদের পূর্বে গুপ্ত সম্রাটদের শাসনকালে দেশে সাহিত্য চর্চা চলে মূলত সংস্কৃত ভাষায় পাল রাজাগণ যখন বাংলাদেশে শাসন ক্ষমতা লাভ করেন, তখন থেকেই বাংলা ভাষা ও সাহিত্য চর্চার কিছু কিছু নিদর্শন মেলে। বাংলা ভাষা ও সাহিত্য চর্চার যেসব নিদর্শন পাওয়া গিয়েছে সাধারণভাবে সেগুলো চর্যাপদ বলে পরিচিত
পাল শাসকদের শেষভাগে দেশে নানা রকম বিশৃঙ্খলা দেখা দেয়। আত্মকলহ এবং যোগ্য নেতৃত্বের অভাবে পালবংশ যখন দুর্বল হয়ে পড়ে, সেই দুর্বলতার সুযোগে সেনরা এদেশের শাসন ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেন রাজাদের প্রধান উদ্দেশ্য ছিল সংস্কৃত ভাষার প্রচার ও প্রসার সাধন। সেনদের সময়ে সংস্কৃত ভাষা যে শুধু রাজসভার মর্যাদা লাভ তা নয়, সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোন ভাষা চর্চার উপর নানা বাধা নিষেধ আরোপিত হয়েছিল। কাজেই সেনদের সময়ে আমরা বাংলা ভাষা সাহিত্য চর্চার তেমন
কোন উল্লেখযোগ্য প্রচেষ্টা দেখি না। ফলে পালদের শাসনকালে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার যে ধারাটি অঙ্কুরিত হয়ে উঠেছিল বহিরাগত সেনদের আমলে উপযুক্ত পরিচর্যার
মভাবে অঙ্কুরেই তার বিলুপ্তি ঘটে। সেনরা এদেশের শাসন ক্ষমতা অধিকার করেন পালদের কাছ থেকে। পাল রাজারা সেনদের কাছে হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য সর্বদা সচেষ্ট ছিল। লোমা তারকনাথের মতে–এ সময় বৌদ্ধগণ নাকি ইখতিয়ারের গুপ্তচরের কাজ করছিল। কিন্তু দীর্ঘদিনের প্রতিরোধ আন্দোলনে পালরা হেরে যাওয়ায় তাদের উপর শুরু হয় নির্যাতন। সেনদের অত্যাচারে জর্জরিত হয়ে পালরা প্রিয় মাতৃভূমি তাগি করেপাল ভিতে প্রভৃতি প্রদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। ফলে তাদের সাথে বাংলা ভাষায়উচিত গ্রন্থগুলোও বাংলার বাইরে চলে যায়। অধ্যাপক দেবেন্দ্রকুমার ঘোষের অভিমত যে
ঐতিহাসিক তথ্যের উপর নির্ভরশীল, চর্যাপদের আবিষ্কারের ঘটনাই তার বড় প্রমাণ।কাছেই তুর্কি আক্রমণের ফলে বাঙালির বিদ্যা ও সাহিত্য চর্চার মূলে কুঠারাঘাত পড়ল,সুকুমার সেনের এ মত তুর্কিদের ক্ষেত্রে প্রয়োগ না করে সেনদের প্রতি প্রয়োগ করাই যুক্তিসংগত ছিল। পালদের কঠোর সাধনায় গড়ে ওঠা বাংলা সাহিত্যের উর্বর ভূমি সেনের আমলে পরিচর্যার অভাবে সৃজনী শক্তি একেবারে হারিয়ে ফেলে। তুর্কিরা এসে গভীর সহানুভূতির সাথে বাংলার মানুষের মৃতপ্রায় সাহিত্যকে আবার জীবন্ত করে তোলে।করেই বয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগা না বলে তাকে
চেতনার উন্মেষকাল বলে চিহ্নিত করাই যুক্তিসংগত হবে।আধুনিককালের গবেষকগণ ভূরি শাসন আমলে সংস্কৃত সাহিত্য চর্চার পাশাপাশি বাংলা সাহিত্য চর্চার কিছু উদাহরণ তুলে ধরতে সমর্থ হয়েছেন। ত্রয়োদশ চতুর্দশ শতকে কোন উল্লেখযোগ্য বাংলা রচনা না পেয়ে তাকে 'অন্ধকার যুগ' বলে আমরা চিহ্নিত করছি কিন্তু বিশ্বরঞ্জন রায় কর্তৃক শ্রীকৃষ্ণকীর্তন' এবং হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাপদাবলি পুঁথিখানি না গেলে বাংলা সাহিত্যের তথাকথিত 'অন্ধকার যুগ আরও কতকাল যে দীর্ঘ হত সাহিত্যের আদি নিদর্শন এবং রচনাকাল তুর্কি আমলের একেবারে গোড়ার দিকে। খ্রিস্টীয় কঠিন। ড. এনামুল হক মন্তব্য করেছেন, চর্যাপদ, ডাক, খনার বচন ইত্যাদি বাংলা শতকে আরও উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের সুরি নমুনা সেক অন্তর্গত পীর মহাজ্ঞাপক বাংলা 'আর্য' অথবা 'ভাটিয়ালি রাখেন শীতে বাংলা গান, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণের অন্তর্গত নিবন্ধনের কথা শীর্ষক কবিতা, এছাড়া মঙ্গলকাব্যও রয়েছে। ড. শশীভূষণ দাসগুপ্ত চা-চা গীতির বাংলা ভাষা ওসাহিত্যের অন্ধকার যুগের উপর কিছু আলোকপাত করতে পারে। এরপর শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল এবং ভাষা বিচার প্রসঙ্গে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও সুনীতিবাবু একে১৩৫০–১৪০০ খ্রিস্টাব্দের মধ্যে লিখিত গ্রন্থ বলে অভিমত প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণকীর্তনে
আমরা চর্যাপদের ভাষার যে বিবর্তিত রূপ পেয়েছি, ভাষা চর্চা ছাড়া এই বিবর্তন কোনক্রমেই সম্ভব নয়। এ প্রসঙ্গে অসিতকুমার বন্দ্যোপাধ্যায় একটি মূল্যবান কথা বলেছেন, "চর্যাপদ এবং শ্রীকৃষ্ণকীর্তনের ভাষা দেখিয়া মনে হয়, এই দুই স্তরের মধ্যবর্তী আরও একটি ভাষা স্তর ছিল, যাহার কোন সাহিত্যিক বা ভাষাতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়
নাই।”
অন্ধকার যুগে কিছু কিছু সাহিত্য সৃষ্টির নমুনা পাওয়া গেলেও তা যথেষ্ট নয়, অন্তত এ সময়কে বঙ্গাব্দের অপবাদ থেকেই রেহাই দেয়া চলে। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন চর্যাপদের পরে ভাষার নতুন মডেলের জন্য অনুশীলন চলছিল এবং তখনও বাংলা ভাষা লেখ্য ভাষার স্তরে উন্নীত হয় নি। অতএব তুর্কি আমলের দেড়শ বছরের মধ্যবর্তী কালকে আমরা গবেষকদের ন্যায় ‘অন্ধকার যুগ' বলে অভিহিত করতে পারি না। তবে স্বল্প প্রাপ্যতার প্রশ্ন কেউ তুলতে পারেন। সেক্ষেত্রে তাদের অবশ্যই মনে রাখতে হবে এদেশের মানুষের চিরন্তন জীবন যাপন ব্যবস্থা, এখানকার আবহাওয়া, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনার কথা। এ প্রসঙ্গে আমরা ড. মুহম্মদ এনামুল হকের মন্তব্য স্মরণ করতে পারি, “এ সময়ে মানুষ তাহার সুখ-দুঃখের কোন গান বা গাথা নিজস্ব ভাষায় একেবারেই প্রকাশ করে নাই, এমন হইতে পারে না।"মধ্যযুগের প্রারম্ভিক সময়ের পুঁথি সংরক্ষণে মানুষ অসচেতন ছিল। কাগজ তৈরি হয় নি।বলে তালপাতায় লেখা হত। আজকের মত পুঁথি সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি ও বিবিধ ঔষধপত্র তখন ছিল না। এদেশে আজকের তুলনায় তখন বন্যা জলোচ্ছ্বাসের মাত্রা বেশি
থাকায় অনেক পুঁথি ধ্বংস হয়েছে। ইঁদুর, উইপোকা, তেলাপোকাসহ বিভিন্ন পোকামাকড়ের হাতে ধ্বংস হয়েছে অনেক পুঁথি সচেতনতার অভাব ছিল যার প্রমাণ গোয়ালঘর থেকে
শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি উদ্ধার।এছাড়া উক্ত সময়ের মধ্যে বিশেষ কোন গ্রন্থ যে লিখিত হয় নি তাও কি জোর করে বলা যায়? এমনও তো হতে পারে যে চর্যাপদ ও শ্রীকৃষ্ণকীর্তনের মত কোন পুঁথি আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।
রয়েছে।
প্রশ্ন ॥ ০২
***বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস একজন না একাধিক? যুক্তিসহ আলোচনা কর ।
***'চণ্ডীদাস সমস্যা' শিরোনামে একটি নিবন্ধ লেখ।
***চণ্ডীদাস সমস্যার স্বরূপ বিশ্লেষণ কর। এ সমস্যার সমাধান নির্দেশ কর।
***চণ্ডীদাস সমস্যা বলতে কী বুঝ? আলোচনা করে এই সমস্যার মীমাংসা করবার চেষ্টা কর।
উত্তর ---
চণ্ডীদাসের কবিখ্যাতি খুবই প্রাচীন বৈষ্ণবতোষণী' টীকায় এবং 'চৈতন্যচরিতামৃতে' চণ্ডীদাসের উল্লেখ পাই। চৈতন্যদেব চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, “শ্রীচৈতন্যদেবের তিরোধানের প্রায় দেড় শত বৎসর পর্যন্ত, খ্রীষ্টিয় সপ্তদশ শতকের শেষ পাদ পর্যন্ত যতগুলি পদ সংগ্রহ সঙ্কলিত হইয়াছিল, সেগুলির একটিতেও চণ্ডীদাসের একটিও পদ ধরা হয় নাই; এমনকি অষ্টাদশ শতকের 'সঙ্কীর্তনামৃত' নামক একখানি পদসংগ্রহ-গ্রন্থে চণ্ডীদাসের কোনও পদ নাই। কিন্তু অষ্টাদশ শতক হইতে যত এদিকে আসা যায় অর্বাচীন পদ-সংগ্রহ গ্রন্থে চণ্ডীদাসের ভণিতাযুক্ত পদ মিলিতেছে, ও দেখা যায় ক্রমশঃ এইরূপ পদের সংখ্যা বাড়িতেছে (২৭
অর্থাৎ চৈতন্যদেব কর্তৃক চণ্ডীদাসের পদ আস্বাদিত হওয়া সত্বেও চণ্ডীদাস বহুদিন পর্যন্ত বৈষ্ণবসমাজে অনাদৃত ছিলেন। এবং বৈষ্ণব সমাজেই শুধু নয়, ঊনবিংশ শতাব্দীর বাঙালী সাহিত্য পাঠকের কাছেও চণ্ডীদাস খুব বহুল পরিচিত কবি ছিলেন না। ঐ শতাব্দের শেষ দিকে শিক্ষিত বাঙালী পাঠকের কাছে চণ্ডীদাস প্রথম পরিচিত হতে থাকেন। তারপর ক্রমেই চণ্ডীদাস সম্পর্কে এতো বিচ্ছিন্ন পদ, পুঁথি ও তথ্যাদি পাওয়া যেতে থাকে যে, বর্তমানে চণ্ডীদাস সমস্যা এক অসাধারণ জটিল রূপ ধারণ করেছে।
চণ্ডীদাসের নামের আগে বড়ু, দ্বিজ, দীন, আদি এই কটি বিশেষণ যুক্ত হ'তে দেখা যায়। এর মধ্যে 'আদি চণ্ডীদাস' ভণিতায় পাওয়া যায় মাত্র দুটি পদ, অতএব কোনো যুক্তির অবতারণা না করেও 'আদি চণ্ডীদাস' নামে যে পৃথক কোনো কবি ছিলেন না সে কথা স্পষ্ট বুঝা যায়। আদি চণ্ডীদাসের একটি পদ আবার 'দ্বিজ চণ্ডীদাস' ভণিতায়ও পাওয়া যায়। ২৮ বস্তুতঃ বড়ু, দ্বিজ, দীন- এই তিনটি বিশেষণ নিয়েই যতো গণ্ডগোল। তাছাড়া, কোনো বিশেষণ যুক্ত নেই, কেবলি 'চণ্ডীদাস' ভণিতায় যে সব বিচ্ছিন্ন পদ পাওয়া যায় সেগুলিও যে একজন চণ্ডীদাসের রচনা তাও নিঃসংশয়ে বলা যায় না।
বিচ্ছিন্ন পদ ছাড়া রাধাকৃষ্ণের লীলাবিষয়ক পালাগানের যে পুঁথিগুলি পাওয়া গেছে তা হচ্ছে- (১) চণ্ডীদাসের চতুর্দশ পদাবলী – নগেন্দ্র নাথ বসু প্রাচ্যবিদ্যামহার্ণব ১৪টি পদের এই পুঁথি বিষ্ণুপুর অঞ্চল থেকে আবিষ্কার করেন। এতে সহজিয়া তত্ত্বের ব্যাখ্যা এবং রামী-চণ্ডীদাস ঘটিত কাহিনী পাওয়া যাচ্ছে ।২৯
(২) রাসলীলা—নীলরতন মুখোপাধ্যায় ১৩০৫ বঙ্গাব্দের দিকে চণ্ডীদাসের রাসলীলা বিষয়ক ৭১টি পদের একটি পুঁথি পান। পদগুলির ভাব ভাষা খুব দুর্বল ॥
(৩) রাধার কলঙ্ক ডঞ্জন। এটিও চণ্ডীদাসের ভণিতায় প্রাপ্ত একটি পালাগানের পুথি। আবিষ্কার করেন আবদুল করিম সাহিত্যবিশারদ।
(8)টর আবিষ্কারক ব্যোমকেশ মুস্তকী। মোট পদ সংখ্যা ৬৩।
তার মধ্যে ১৪টি পনে পাওয়া যায় 'দীন চীদ'। 'বড়ু' বা '' যুক্ত ভণিতা একটিও
(৫) শ্রীকৃষ্ণকীর্তন - বড়ু চণ্ডীদাসের ভণিতায় প্রাপ্ত। (৬) মনীন্দ্রমোহন বসু কর্তৃক আবিষ্কৃত দীন চণ্ডীদাসের ভণিতা-যুক্ত দুটি
(৭) ১২০২টি পদ সম্বলিত দীন চণ্ডীদাসের ভণিতাযুক্ত পালাগানের পুঁথি ৷৩৪ এই পুঁথিগুলির মধ্যে ৪, ৬ ও ৭ নম্বরে উল্লেখিত পুঁথিগুলি যে একই কবির, অর্থাৎ দীন চণ্ডীদাসের, সে কথা বুঝতে কোনো অসুবিধার কারণ নেই। ভাব, ভাষা ও রচনা রীতির বিচারে ২ ও ৩ নম্বরে উল্লেখিত পুঁথি দুখানিও দীন চণ্ডীদাসের বলেই মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণকীর্তন' নামে প্রকাশিত গ্রন্থটি বড়ু চণ্ডীদাসের ভণিতাযুক্ত। বড়ু চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস যে এক ব্যক্তি হ'তে পারেন না সে সম্পর্কে অধিকাংশ পণ্ডিতই একমত। তাছাড়াও প্রশ্ন হচ্ছে, সহজিয়া তত্ত্ব-মূলক ১৪টি পদের (এ ধরনের আরো বিচ্ছিন্ন পদ চট্টদাসের ভণিতায় পাওয়া যাচ্ছে) পুঁথিখানি কোন চণ্ডীদাসের?
তাহলে চণ্ডীদাস সমস্যার রূপটি দাঁড়াচ্ছে মোটামুটি এ রকম ঃ
চনডীদাস----
১.রাধাকৃষ্ণলীলা বিষয়ক পালাগানের লেখক
২.রাধাকৃষ্ণ বিষয়বিচ্ছিন্ন পদের লেখক। দ্বিজ, দীন, বড়ু, আদি প্রভৃতি নানা বিশেষণ-যুক্ত চণ্ডীদাসের ভণিতায় বিচ্ছিন্ন পদাবলী পাওয়া যাচ্ছে। এই পদাবলী দু'ভাগে বিভক্ত।
1.সাধারণ ভাবমূলক
2.সহজিয়া ভাবমূলক
প্রশ্ন এই, সবটা মিলিয়ে কি চণ্ডীদাস একজন? না একাধিক? স্পষ্টই বুঝা যাচ্ছে, একাধিক হ'লে সংখ্যাটা দুই, তিন অথবা চার পর্যন্ত যেতে পারে । প্রথমেই আমাদের বক্তব্য, বড়ু চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস দুজন স্বতন্ত্র কবি ।
(১) ভাষা বিচারে দেখা গেছে, বড়ু চণ্ডীদাসের কাব্যের ভাষায় চতুর্দশ শতাব্দের বহু রুপ রয়েছে।
২.বড়ুচব্ডীদাস পলরথম শ্রেণির কবি আর দীন চন্ভাডীদাস তৃতীয় শ্রেণির কবি।দীন চণ্ডীদাস এর পদাবলী সম্পর্কে শ্রীকুমার বন্দোপাদ্ধায় এর অভিমত “পৌরাণিক ঘটনার রসহীন বর্ণনা ভাষার শ্লথ-শিথিল , কে রে পাদপুরণের জন্য অহেতুক বাক্যাবলীর বারংবার প্রয়োগ, অসংযত পরিমিতিহীন বহুভাষিতা, একই বিষয়ে ক্লান্তিকর পৌনঃপুনিক পুনরাবৃত্তি, ভাব-সংহতি ও রস-গাঢ়তার অভাব- এ সমস্ত দোষই তাঁহার রচনায় সুস্পষ্টভাবে উপলব্ধি যায়। এই শিশু সুলভ কাকলীর কবি যে মহাকবি চন্ডীদাসের সরল, মর্মস্পর্শী, ভাবঘন পদগুলির রচয়িতা হইতে পারেন ইহা যেন আমাদের ধারণারও অগম্য। "৩৫
(৩) বিষয়বস্তু পরিকল্পনায় দুজন কবির মধ্যে পার্থক্য প্রচুর বড়ু চণ্ডীদাসে রাধা ও চন্দ্রাবলী অভিন্ন, রাধা সেখানে সাগর গোয়ালার কন্যা, মায়ে নাম পদুমা৷ সখীদের সঙ্গে সে দধি-দুধের পসরা সাজিয়ে নিয়ে বেচতে যায়। কিন্তু দী চণ্ডীদাসে রাধা ও চন্দ্রাবলী পৃথক; চন্দ্রাবলী রাধার সখী, প্রতিনায়িকা! এখানে রা ‘বৃষভাণু’ বা ‘বৃদ্ভানু’ রাজার কন্যা, মায়ের নাম কলাবতী বা কীর্তিদা
বড়ু চণ্ডীদাসের কাব্যে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল কংসাসুর বধের উদ্দেশে এখানে পুরাণের অনুসরণ করেছেন কবি। পুরাণমতে অসুরধ্বংস করবার জন্যই নার কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু দীন চণ্ডীদাস বলেছেন—
বৃন্দাবন রস
রস আস্বাদিতে
জন্মিল গোলক হরি ।
বড়ু চণ্ডীদাসের কাব্যে মানবীয় ভাবের সঙ্গে ঐশ্বর্যভাবে প্রাধান্য আছে; চণ্ডীদাস মুখ্যতঃ মাধুর্যময় ব্রজলীলার কবি; সেখানে মানবীয় ভাবটি উপেক্ষিত।
(৪) ‘দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভেবে যে মাধুর্য চতুর্বিধ এই তত্ত্ব বৈষ্ণবগণ কর্তৃক সর্বপ্রথম বঙ্গদেশে প্রচারিত হইয়াছিল । ....... চৈতন্য-প প্রেমমূলক মাধুর্যভাবের উপাসনার ধারণা প্রবর্তিত হইয়াছে। .... দীন চণ্ডীদাস বাৎল। প্রকরণে নন্দবিদায় প্রভৃতি পালাতে বাৎসল্যভাব, ‘রাখালবিলাপে” সখ্যভাব।
দাসেই প্রত্যক্ষ করা যায়, বহু চা পূর্ববর্তী কবি বলে তাঁর কাব্যে এ সব প্রভাব পড়েনি।
(2) দাসের পার্থক্য আরো স্পষ্ট। বড়ু চণ্ডীদাসের দীন চণ্ডীদামে নেই। (৬) রাধা কৃষ্ণের কারো কোনো সখাসখীর নাম নেই। কিন্তু চৈতন্য পরবর্তীকালের ব'লে দীন চণ্ডীদাসের কাব্যে তাদের অনেক নাম পাওয়া।
(৭) বড়ু চণ্ডীদাস বাসলীদেবীর উপাসক ছিলেন, কিন্তু দীন চণ্ডীদাসের কাব্যে। কোখাও বাসলীর উল্লেখ নেই। (৮) সবশেষে বলা যায়, আনুমানিক কাল নির্ণয় করতে গেলে দেখা যাবে, বড়ু চট্রীদাস চৈতন্য পূর্বে কালের এবং দীন চণ্ডীদাস চৈতন্য পরবর্তীকালের কবি।
অতএব বড়ু চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস যে দুজন পৃথক কবি সে বিষয়ে সন্দেহের
অবকাশ খুব কম। যাঁরা চণ্ডীদাস একজন ছিলেন মনে করেন তাঁদের মধ্যে, যে কোনো
সতর্ক পাঠকই লক্ষ্য করবেন, যুক্তি অপেক্ষা হৃদয়াবেগ বেশি। বড়ু চণ্ডীদাস ও দীন
চণ্ডীদাসকে একজন কবি মনে করার পেছনে সত্যকার কোনো যুক্তি খুঁজে পাওয়া কঠিন ।
উন্নত আধ্যাত্মিক ভাবমণ্ডিত ও সুন্দর রসোত্তীর্ণ কতকগুলি বিচ্ছিন্ন পদ বড়ু, দ্বিজ প্রভৃতি নানা ভণিতায় পাওয়া যায়—সবচেয়ে সমস্যা দেখা দিয়েছে এই পদ কয়টি নিয়ে৷ মনীন্দ্র মোহন বসু মনে করেছিলেন পদগুলি দীন চণ্ডীদাসের, শ্রীকুমার বন্দোপাধ্যায় তাঁকে সমর্থন করেন। কিন্তু অনেক সমালোচকই অত্যন্ত সার্থকভাবেই এ কথার প্রতিবাদ করেছেন। কেননা ঐ পদাবলীর চণ্ডীদাস একজন প্রথম শ্রেণীর প্রতিভাসম্পন্ন কবি। কিন্তু দীন চণ্ডীদাস সত্যই স্বল্পক্ষমতাসম্পন্ন একজন তৃতীয় শ্রেণীর কবি। এ সম্পর্কে সতীশচন্দ্র রায়ের মন্তব্য আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি—
“আমাদিগের বিবেচনায় কৃষ্ণকীর্তনের প্রবল শক্তিশালী কিন্তু উন্নত আধ্যাত্মিকতার লেশশূন্য কবি চণ্ডীদাস বরং কোন অচিন্তনীয় সাধনার বলে পদাবলীর শ্রেষ্ঠ আধ্যাত্মিক কবি চণ্ডীদাসে পরিণত হইতে পারেন, কিন্তু দীন চণ্ডীদাসের পক্ষে উহা সম্পূর্ণ অসম্ভব বটে।”৩৭ হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বৈষ্ণব সাহিত্যে একজন সুদক্ষ পণ্ডিত ব্যক্তি। তিনিও বিচ্ছিন্ন পদাবলীর কবি চণ্ডিদাস ও দীন চণ্ডীদাসকে এক ভাবতে পারেননি। বরং নানা প্রমাণ সহযোগে ঐ সব বিচ্ছিন্ন পদাবলীর চণ্ডীদাস যে বড়ু চণ্ডীদাস হলেও হ’তে পারেন,
কথা তুলে ধরতে চেষ্টা করছেন মুপ্যাে এই চেষ্টা অনেকটাই সত্যের কাছাকাছি পৌঁছেছে। সতীশ চন্দ্র রায় অবশ্য বলেছেন "আমরা চণ্ডীদাসের প্রচলিত পদাবলীর ভাষা, ভাব ও আখ্যানবস্তুর সহিত কোনরূপেই বড়ু চণ্ডীদাসের মিঃস কৃষ্ণকীর্তনের সামঞ্জস্য সাধন করিতে সমর্থ হই নাই সামঞ্জস্য সাধন করা দুরূহ বটে, তবে অসম্ভব নয়। সব বাদ দিলেও একটি কথা মনে রাখা যায় যে, ঐ পদাবলী এবং কৃষ্ণকীর্তন-উভয়ই উন্নত শ্রেণীর কবি প্রতিভার বলেই শুধু রচনা করা সম্ভব। এবং উভয়ই, অধিকাংশ পণ্ডিতের মতে, চৈতন্য পূর্ব যুগের সৃষ্টি। এখন, এ কথা যদি মানতে হয় যে, বিচ্ছিন্ন পদাবলীর কবি চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস দুজন পৃথক কবি তাহ'লে এই সিদ্ধান্তই অপরিহার্য হয়ে পড়ে যে, চৈতন্যপূর্ব যুগে দুজন মহাকবি চণ্ডীদাসের আবির্ভাব হয়েছিল। অত্যন্ত কাছাকাছি সময়ে একই নামে দুজন মহাকবির আবির্ভাব, অসম্ভব ঘটনা না হ'লেও, অত্যন্ত বেশি বিরল, প্রায় অসম্ভবের কাছাকাছি, একটা ঘটনা বটে। শহীদুল্লাহ্ সাহেবের এ মন্তব্য ঠিক যে, বড়ু চণ্ডীদাস যে বিচ্ছিন্ন পদাবলী রচনা করেছিলেন তার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি ॥৪০ সুস্পষ্ট প্রমাণ খুঁজতে গেলে এ ক্ষেত্রে কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌছানো সত্যই অসম্ভব। তবে, চণ্ডীদাসের নামে প্রচলিত উন্নত শ্রেণীর মাত্র ৪০/৫০টি পদের জন্য পৃথক কোনো কবির অস্তিত্ব যদি স্বীকার না ক'রে তাঁকে বড়ু বা দীন যে- কোনো একজনের সঙ্গে একীভূত করে দেওয়াটা সঙ্গত বিবেচিত হয় তাহলে আমরা বড়ুচণ্ডীদাসের পক্ষপাতী অর্থাৎ বড়ু চণ্ডীদাসই জীবনের পরবর্তী অংশে সাধনা বলে 'দ্বিজ' হয়েছিলেন এবং বৃদ্ধ বয়সে আখ্যায়িকা কাব্য লেখার পরিশ্রম সইতে না পেরে কয়েকটি বিচ্ছিন্ন পদ রচনা করেছিলেন। সাধারণভাবে, মধ্যযুগের কবি-মানসে কোনো পরিবর্তন সহজলভ্য ব্যাপার নয়, কিন্তু চণ্ডীদাসের মতো প্রতিভাবান কোনো কবির কাছে আমরা তা নিশ্চয়ই আশা করতে পারি।
এবার রাগাত্মিকা পদাবলীর সহজিয়া চণ্ডীদাসের প্রসঙ্গে আসা যাক। পূর্বেই উল্লেখ করা হয়েছে, নগেন্দ্রনাথ বসু ১৪টি রাগাত্মিকা পদাবলীর একটি পুঁথি পেয়েছেন। এ ছাড়াও বিচ্ছিন্নভাবে অনেক রাগাত্মিকা পদের ভণিতায় চণ্ডীদাসের নাম পাওয়া যায়, এ সব পদে রামীঘটিত কাহিনীর উল্লেখও রয়েছে। তাছাড়াও, চণ্ডীদাস ও রামীকে জড়িয়ে প্রচুর উপকাথাও কিংবদন্তি এবং নানা গল্প বীরভূম বাঁকুড়া অঞ্চলে এবং সহজিয়াদের বিভিন্ন পুঁথি-পত্রে ছড়িয়ে আছে। এই সহজিয়া চণ্ডীদাস কি স্বতন্ত্র কবি? না, তিনি বড়ু বা দীন বা দ্বিজ কোনো একজনের পরিবর্তিত রূপ মাত্র? ঐ কবিদের একজন কেউ কি পরবর্তী জীবনে সহজিয়াদের দ্বারা প্রভাবান্বিত হয়ে রাগাত্মিকা পদগুলি রচনা করেছিলেন? সঠিক কিছুই বলা যায় না। কেবল এটুকু সিঃসন্দেহে বলা যায় যে, সহজিয়া চণ্ডীদাস কেউ থাকলে অবশ্যই তিনি চৈতন্য-পরবর্তী যুগের কবি। কারণ বৈষ্ণব সহজিয়া মত প্রতিষ্ঠিত হয়েছিল চৈতন্য-পরবর্তী যুগে। 'পূর্ব-চৈতন্যযুগের চণ্ডীদাস সহজিয়া পদ লিখিতে পারিতেন না, কারণ, সে যুগে পীরিতি-সাধনার উৎপত্তি হয় নাই ।”৪১ মনীন্দ্ৰ মোহন বসুও লিখেছেন— “রামী যদি কাহারও থাকিয়া থাকে তবে তাহা এই দীন বা দ্বিজ চণ্ডীদাসের, বড়ু চণ্ডীদাসের নহে।”৪২ অনেকে মনে করেন, যেমন
- পালা গানের পুথির মধ্যে কোথা
সঙ্গে রামীকে বাড়িত করা ঠি
উপনি পরামী, সত্য হ'লে, বিশেষ
হয়েছিলেন, অথবা সহজিয়া
রেছিলেন সুইে
এটি রামীকে লাভ করার পূর্বের কোনো রচনায় বাদীর
থাকতে পারে। সুবৃহৎ পালাগানের পুঁথিটি তাঁর জীবনে রামীর আবির্ভাবের।
এতোই সর? মনীন্দ্র মোহন বসু দেখিয়েছেন' 'দীন চণ্ডীদাসের
গুলি পদে সহজিয়া ধর্ম-তত্ত্বের বিবৃতি রহিয়াছে। "৪৩ অতএব
সয়াসকে যদি কারো সঙ্গে মেলানো সম্ভব হয় তবে তিনি দীন চণ্ডীদাসএ কথাও একেবারে উপেক্ষা করবার মতো নয় যে, সহজিয়া চণ্ডীদাস মূলতঃই
সহজিয়া মতকে সমাজে শ্রদ্ধেয় ক'রে তুলবার জন্য সহজিয়ারা তাদের
ধর্মমত ও আচার-অনুষ্ঠানমূলক পদ রচনা ক'রে চণ্ডীদাস, রূপ গোস্বামী, স্বরূপ দামোদর,
কৃষ্ণদাস কবিরাজ প্রভৃতি মহাজনদের নামে চালিয়ে দিতেন। বিমানবিহারী মজুমদারঠিক এই যুক্তিতেই সহজিয়া চণ্ডীদাসের অস্তিত্ব অস্বীকার করেছেন। অসিতকুমারবন্দ্যোপাধ্যায়ও মনে করেন “১৭শ ১৮শ শতাব্দীর অনেক বৈষ্ণব সহজিয়া কবি
চণ্ডীদাসের নামটি নিজ নামের সঙ্গে যোগ করিতেন। ৪৪ কথাটি সত্য । এইভাবেই
বিভিন্ন যুগে বিভিন্ন সহজিয়া কবি তাঁদের সম্প্রদায়গত সুবিধা অনুযায়ী পদ রচনা ক'রে।
চজীদাসের নামে চালাতে চালাতে আজ স্বতন্ত্র একজন চন্ডীদাসকে যেন অবশ্যম্ভাবী ক'রে
তুলেছেন। ডঃ বিমানবিহারী মজুমদার চমৎকার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা
লিপিবদ্ধ করেছেন—“চণ্ডীদাস নামটি যে সহজিয়া সম্প্রদায়ের মধ্যে গুরু পরম্পরাক্রমেচলিয়া আসিতেছে, তাহা আমরা স্বচক্ষে দেখিয়াছি। পঞ্চাশ বছর পূর্বে, আমরা যখন
স্কুলের তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়ি, তখন নবদ্বীপের বনচারির ডাঙ্গায় এক চণ্ডীদাস ও
রজকিনী দেখিতে যাইতাম। তাঁহারা পাশাপাশি যোগাসনে বসিয়া থাকিতেন। আর
তাঁহাদের সামনে একটি কুকুরও স্থির হইয়া থাকিত। এই চণ্ডীদাস পদ রচনাও
করিতেন। আমরা চারি আনা দিয়া তাঁহার পদের বইও কিনিয়াছিলাম।”৪৫ ডঃমজুমদারের উক্তি সত্য হ'লে (এবং সত্য ব’লেই আমরা মনে করি) সহজিয়াদের মধ্যেচণ্ডীদাস কোনো বিশেষ একজন ব্যক্তি নয়, উপাধি। এবং অনেকেই ঐ উপাধি লাভক'রে চণ্ডীদাস হতেন ও পদ রচনা করতেন। কিন্তু ডঃ মজুমদারের এই সিদ্ধান্ত, আমাদের ধারণায় সত্যের কাছাকাছিপৌঁছালেও, এখনো পর্যন্ত সর্ববাদী—মত বলে গৃহীত হয়নি। তাঁদের আপত্তি মোটামুটিএই ধরনের-“সহজিয়ারা নিজেদের দল পুষ্ট করিবার জন্যই একজন সহজিয়া চণ্ডীদাসখাড়া করিয়াছিলেন, এ ধারণা একেবারে অসম্ভব না হইলেও পুরাপুরি সত্য কি নাসন্দেহের বিষয়। একজন কাল্পনিক কবিকে লইয়া এত উপকথা প্রবাদ সৃষ্টি হইতে পারেনা।
পরিশেষে এই ব'লে যে পূর্বযুগে বড়ু [5] [চৈতনা-- বিষয়ে আমাদের কোনোই সংশয় নেই। তবে বিয়ি সমাজ সম্পর্কে কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো যথেষ্ট উপাদান এখনো মেলেনি। বড়ো তোর এতটুকু বলা যায়, আমার মনে হয়েছে বড়ু চণ্ডীস এবং বিচ্ছিন্ন পদাবলীর হ'লেও হ'তে পারেন, কিন্তু দীদাসের সঙ্গে বিচ্ছিন্ন পদাবলীর চণ্ডীদাসের অভিন্নতা কল্পনাই করা যায় না। আর সহলিয়া চণ্ডীদাস, খুবই সম্ভব যে, কোনো একজন বিশেষ।
সবশেষে এ কথা ব’লে প্রসঙ্গ শেষ করা যেতে পারে যে, চণ্ডীদাস সম্পর্কিত সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া এখন পর্যন্ত সব নয়। বিশেষ করে চণ্ডীদাস ভণিতায় একটিও কোনো গৌরচন্দ্রিকার পদ পাওয়া যায়নি কেন—এ প্রশ্নের উত্তর কেউই দিতে পারেননি। চৈতন্য-পূর্ব চণ্ডীদাস সম্পর্কে এ প্রশ্নের কী জবাব মিলবে? আরো নতুন তথ্য না পাওয়া পর্যন্ত কোনো কথা স্থির করে বলা যায় না।
0 মন্তব্যসমূহ