Hot Posts

6/recent/ticker-posts

দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা (সার্ক) SAARC

 SAARC

পরিচয়: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা

 পূর্ণরূপ: South Asian Association for Regional Co-operatio n

প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৮৫

উদ্দেশ্য। অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নের একটি যৌথ আত্মনির্ভরশীলতা

উদ্যোক্তা: বাংলাদেশ

পর্যবেক্ষক: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, মরিশাস ও ইউরোপীয় ইউনিয়ন- ১৯টি।

সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল (ভবন নির্মাণ: ১৯৮৭/

সদস্য: ৮টি দেশ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান)

সর্বশেষ সদস্য আফগানিস্তান (২০০৭)

প্রথম মহাসচিব: আবুল আহসান, বাংলাদেশ

বর্তমান মহাসচিব এসালা রুয়ান ওয়েরাকুন (শ্রীলংকা, ১৪তম)-

> SAARC University: নয়াদিল্লি, ২০০৭

ভাষা: ১০টি। যথা: জংখা, সিংহলি, তামিল, নেপালি, হিন্দি, পাঞ্জাবি, পশতু, উর্দু, দিভেহি ও বাংলা (অফিসিয়াল- ইংরেজি)

আলোচিত হয় না: দ্বি-পাক্ষিক সমস্যা

সার্কের সহযোগিতার ক্ষেত্র: ১৩টি

প্রস্তাব পাশ হয়: ১০০ ভাগ হ্যাঁ ভোটে (অর্থাৎ ৮টি হ্যাঁ ভোটে)

বাংলাদেশের পক্ষ থেকে সার্কের পরিচালক: জামাল উদ্দিন আহমেদ (Director Agriculture, Rural Development and SAARC Development Fund)

সম্মেলন:

প্রথম: ঢাকায় (১৯৮৫)

⇒ সর্বশেষ: কাঠমান্ডু নেপাল (১৮তম), ২৬-২৭ নভেম্বর, ২০১৪ সালে, সভাপতি ছিলেন- সুশীল কৈরালা

⇒ ১৯তম সম্মেলন: পাকিস্তান (২০১৬ সালে হবার কথা থাকলেও বাতিল হয়েছে)

বাংলদেশে সম্মেলন: ৩ বার (১৯৮৫, ১৯৯৩ ও ২০০৫) > 

সভাপতি: প্রথম সভাপতি- বাংলাদেশ, বর্তমান সভাপতি- নেপাল

SAPTA: পূর্ণরূপ SAARC Preferential Trade Arrangement, চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে এবং কার্যকর হয় ১৯৯৫ সালে। এটি বাণিজ্যিক চুক্তি।

> SAFTA: পূর্ণরূপ South Asian Free Trade Area. চুক্তি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি, ২০০৪ সালে এবং কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে (১২তম সম্মেলন ইসলামাবাদে)।

আঞ্চলিক ১১টি কেন্দ্রের নাম:-



সার্ক (SAARC)

* দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-operation.

* সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তা- জিয়াউর রহমান (১৯৮০)।

* সার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম সম্মেলন হয়েছিল- ১৯৮১ সালে কলম্বোতে।

* সার্ক প্রতিষ্ঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।

* সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য - ৭টি।

* সার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান।

* সার্কের সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান ।

* সার্ক সচিবালয় অবস্থিত- কাঠমান্ডুতে (নেপাল)।

* সার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন- হুসাইন মুহম্মদ এরশাদ।

• সার্কের প্রথম মহাসচিব ছিলেন- আবুল আহসান (বাংলাদেশ)।

* সার্কের মহাসচিব নির্বাচিত হয়- ৩ বছরের জন্য।

* সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকায়।

* সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রম সমন্বয় করে নেপাল।

* সার্কের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র- ১৩টি।

* যে সকল দেশ সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে- চীন, ইরান, রাশিয়া, মায়ানমার, দক্ষিণ আফ্রিকা।

* সার্কের সদর দপ্তর কোথায়? উ: কাঠমান্ডু

* সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৮৫ সালে ঢাকায়

* সার্ক-এর সদস্য দেশ কয়টি? উ: ৮

* সার্ক দুর্যোগ ব্যবস্থ্যাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? উ: নয়াদিল্লি

• SAARC এর পূর্ণরূপ কী? উ: South Asian Association for Regional Co-operation

* সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উ: নয়াদিল্লী

*সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? উঃ নেপাল

* সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান কত সালে সার্কে যোগদান করে? উ: ২০০৭

* সার্ক (SAARC)-এর প্রথম মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন, তার নাম কি? উ: আবুল আহসান

* কত সালে দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য দূরীকরণের জন্য একটি সার্ক কমিশন গঠন করা হয়েছিল? উ: ১৯৯৩

* সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না? উ: দ্বিপাক্ষিক সমস্যা

* প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উ: ঢাকাতে

* সার্কের সচিবালয় কোন নগরীতে অবস্থিত? উ: কাঠমান্ডু

* দক্ষিণ- পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থাটির নাম কি? উ:

ASEAN.

● আসিয়ান (ASEAN) গঠিত হয়? উ: ১৯৬৭ সালে।

* আসিয়ানের মোট সদস্য দেশ কয়টি? উ: ১০টি।

আসিয়ান (ASEAN) এর সদর দপ্তর? উ: জাকার্তায়।

এক সার্ক গঠনের প্রস্তাবকারী দেশ- উ। বাংলাদেশ।

* সার্ক সচিবালয় অবস্থিত- নেপাল।

* মার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮ (সর্বশেষ- আফগানিস্প্লন)।

* সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত? উঃ ১৯৮৫ সালে ঢাকায়।

* সার্কের প্রথম মহাসচিব কে? উ: জনাব আবুল আহসান।

তা সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না? উ: দ্বিপাক্ষিক সমস্যা।

* সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত- নয়দিল্লি, ভারত ।

* সার্কভুক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছে তার নাম কি? উ: South Asian Preferential Trade Agreemnt (SAPTA).

* দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলি কবে সাপটা ( SAPTA) চুক্তি সই করেছে? উ: ১৯৯৩।

• সাফটা (SAFTA) চুক্তি কখন স্বাক্ষরিত হয়? উ: ৬ জানুয়ারি, ২০০৪।

* কত সালে থেকে সাফটা চুক্তি কার্যকার হয়? উ: ২০০৬।

* কত সালে দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য দূরীকরনের জন্য একটি সার্ক কমিশন গঠন করা হয়েছিল? উ: ১৯৯১ ৷

* দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগীতা সংস্থা (SAARC) এর পূর্ণরূপ- South Asian

Associantion for Regional Co-operation. ও সার্ক প্রতিষ্ঠিত লক্ষ্যে প্রথম সম্মেলন হয়েছিল- ১৯৮১ সালে কলোম্বতে।

• সার্ক প্রতিষ্ঠা হয়- ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে।

• সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তা- জিয়াউর রহমান (১৯৮০)।

* সার্কের প্রথম চেয়ারম্যান- হুসাইন মোহাম্মদ এরশাদ।

* সার্কের প্রথম মহাসচিব- আবুল আহসান (বাংলাদেশ)।

* সার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮টি। যথা- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা,

নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান।

* সার্কের সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান।

* সার্ক সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)।

* সার্কের প্রথম সম্মেলন হয়েছিল- ৭-৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায় ।

* সার্কভুক্ত যে দেশের সামরিক বাহিনী নেই- মালদ্বীপ।

*. সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্ঠিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান।

আসিয়ান (ASEAN) এর সদর দপ্তর? উ: জাকার্তায়।

এক সার্ক গঠনের প্রস্তাবকারী দেশ- উ। বাংলাদেশ।

* সার্ক সচিবালয় অবস্থিত- নেপাল।

* মার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮ (সর্বশেষ- আফগানিস্প্লন)।

* সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত? উঃ ১৯৮৫ সালে ঢাকায়।

* সার্কের প্রথম মহাসচিব কে? উ: জনাব আবুল আহসান।

তা সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না? উ: দ্বিপাক্ষিক সমস্যা।

* সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত- নয়দিল্লি, ভারত ।

* সার্কভুক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছে তার নাম কি? উ: South Asian Preferential Trade Agreemnt (SAPTA).

* দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলি কবে সাপটা ( SAPTA) চুক্তি সই করেছে? উ: ১৯৯৩।

• সাফটা (SAFTA) চুক্তি কখন স্বাক্ষরিত হয়? উ: ৬ জানুয়ারি, ২০০৪।

* কত সালে থেকে সাফটা চুক্তি কার্যকার হয়? উ: ২০০৬।

* কত সালে দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য দূরীকরনের জন্য একটি সার্ক কমিশন গঠন করা হয়েছিল? উ: ১৯৯১ ৷

* দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগীতা সংস্থা (SAARC) এর পূর্ণরূপ- South Asian

Associantion for Regional Co-operation. ও সার্ক প্রতিষ্ঠিত লক্ষ্যে প্রথম সম্মেলন হয়েছিল- ১৯৮১ সালে কলোম্বতে।

• সার্ক প্রতিষ্ঠা হয়- ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে।

• সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তা- জিয়াউর রহমান (১৯৮০)।

* সার্কের প্রথম চেয়ারম্যান- হুসাইন মোহাম্মদ এরশাদ।

* সার্কের প্রথম মহাসচিব- আবুল আহসান (বাংলাদেশ)।

* সার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮টি। যথা- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা,

নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান।

* সার্কের সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান

* সার্ক সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)।

* সার্কের প্রথম সম্মেলন হয়েছিল- ৭-৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায় ।

* সার্কভুক্ত যে দেশের সামরিক বাহিনী নেই- মালদ্বীপ।

*. সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্ঠিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ