Hot Posts

6/recent/ticker-posts

জয়জয়ন্তী---হুমায়ুন আহমেদ আলোচনা

 


--জয়জয়ন্তী---হুমায়ুন আহমেদ জয়জয়ন্তী---হুমায়ুন আহমেদ আলোচনা জয়জয়ন্তী উপন্যাসের বিষয়বস্তুু জয়জয়ন্তী উপন্যাস আলোচনা জয়জয়ন্তী উপন্যাসের চরিত্র জয়জয়ন্তী উপন্যাস ---

**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1 

★বুক রিভিউ ★

বইয়ের নাম :  জয়জয়ন্তী

লেখক :  হুমায়ূন আহমেদ

লেখার ধরন :  উপন্যাস

প্রথম প্রকাশ :  ফেব্রুয়ারি ১৯৯৪

পৃষ্ঠা সংখ্যা :  ১০২ টি

**কাহিনী সংক্ষেপ :

 রাত্রির বিয়ে হয় মামুনের সাথে। মামুন ভীষণ ধনী, ব্যবসা করে, দিনে দিনে আরো ধনী হচ্ছে। নানান কাজে তাকে বার বার বিদেশে যেতে হয়। সাথে থাকে তার সয়স্কা কদাকার টাইপিস্ট মহিলা। টাইপিস্ট মহিলাকে নিয়ে রাত্রি মামুনের সাথে কথা বলতেই মামুন স্বীকার করে তাদের অবৈধ সম্পর্কের কথা। মামুনের সহজ যুক্তি দেহের প্রয়োজন মিটানোর জন্যই তাকে সাথে করে টাইপিস্টকে নিতে হয়। মামুন রাত্রিকে বলে সে এভাবেই চলবে, রাত্রির পছন্দ না হলে রাত্রি চলে যেতে পারে।

রাত্রি তার বাচ্চা ছেলেকে সাথে নিতে পারে না। ছেলেকে বাবার কাছে রেখেই রাত্রি চলে আসে নিজের বাবার বাড়িতে। বাবার বাড়িতে আছে বাবা আর রাত্রির এক বছরের ছোট ভাই বাবলু। তাদের মা মারা গেছে অনেক আগে। বাসার ঘরের পাশেই মায়ের কবর। বাবা রিটায়ার্ড করেছেন, বাড়িতেই থাকেন সবসময়। বাবলু তিন বার আই.এ. ফেল করে এখন আড্ডাবাজি করে বেড়ায়। বাবলু সহজ সরল বোকা টাইপের ভালো মানুষ। বদ বন্ধুদের পাল্লায় পরে কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে।

বাবলুদের বাড়ির দোতলায় ভাড়া থাকেন নাজমুল ভাই আর তার স্ত্রী পান্না ভাবী। তাদের বিয়ের পরপরই পান্নার জরায়ুর টিউমারের কারণে গর্ভধারণ  ক্ষমতা নষ্ট হয়ে যায়। পান্না তাই ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যায়। সে নামুলকে সন্দেহ করতে থাকে। সে ভাবে তার স্বামী বাসার কাজের মেয়ে রানীর সাথে দৈহিক সম্পর্কে রাখে। একসময় রানীর প্রেগনেন্সি টেস্টও করায়। একেক সময় পান্না মনে করে নাজমুলের জন্যই রাত্রি তার সংসার ছেড়ে চলে এসেছে।

বাবলুর এলোমেলো স্বভাব ঠিক করার জন্য রাত্রিরা ঠিক করে বাবলুর বিয়ে দিবে। এদিকে বাবলুর মাথায় চেপেছে তাদের বিশাল জায়গায় বড় একটা বাড়ী বানাবে। পাড়ার সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করে বাবলু। ইঞ্জিনিয়ার নিজের প্রথম কাজ বলে বাবলুর কাছে কোন টাকা নিবে না আবার ব্যাংক লোনেরও ব্যবস্থা করে দেয়ে। অন্যদিকে পান্না ভাবী বাবলুর জন্য বীনু নামের একটি মেয়েকে পছন্দ করে দেয়। বীনুকে দেখে রাত্রির খুব পছন্দ হয়, তার বাবাও পছন্দ করে। বীনু খুবই দরিদ্র পরিবারের মেয়ে। তাঁরা সাত বোন, বীনুই সবার বড়। বাবলুর সাথে বীনুর বিয়ের আগেই রাত্রিদের বাড়িতে বীনু যখন আসে তখন ইঞ্জিনিয়ারের সাথে তার পরিচয় হয়।

বাড়ির ডিজাইন যখন তৈরি হয় তখন বাবলুর বাবার চোখের ছানি অপারেশন হয়। কিন্তু অপারেশন শেষে তিনি চোখে আর কিছুই দেখতে পান না। বাবলু ঠিক করে সে পুরনো বাড়ি ভাঙ্গবে না, কারণ তার বাবা পুরনো বাড়ির সব চেনে। নতুন বাড়ি হলে তিনি কিছুই চিনতে পারবেন না। 

অন্যদিকে তখন ইঞ্জিনিয়ার চলে যাবে কানাডা। সে তার বাবা মাকে পাঠায় বীনুদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে। বীনুর বাবা মা রাজি হয়ে যায়। তখন বীনু দৌড়ে আসে রাত্রির কাছে। সে কি করবে এখন? কাকে বিয়ে করবে?রাত্রি ইন্জিনিয়ারকেই বিয়ে করার জন্য বলে। ঠিক তখনই রাত্রি খবর পায় তার ছোট্ট ছেলেটির হার্টের অসুখ। খুবই সিরিয়াস অবস্থা, হাসপাতালে আছে। রাত্রি বাবলুকে নিয়ে ছুটে যায় হাসপাতালে।

উপন্যাসের রাত্রি চরিত্রটি বড়ই নিষ্ঠুরতার পরিচায়ক,,সে বিশ্বব্রক্ষ্মান্ডের সব শ্রেষ্ঠ অভিনেত্রীর মত হাসিমুখে কথা বলে যায় প্রতিটি কঠিন পরিস্থিতিতেও, মামুনের সাথে বিচ্ছেদের পরেই সে প্রতিজ্ঞা করছে কখনো চোখের জল ফেলবে না।

উপন্যাসটি পড়ে আমি সত্যি ব্যথিত😔😔খানিক পীড়া দিয়েছে মনে মামুন -রাত্রি চরিত্রদ্বয়।

*তথ্যসংগ্রহ--

নাম-রুপিয়া ফারজানা খান। 
শিক্ষার্থী, বাংলা বিভাগ। 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ