Hot Posts

6/recent/ticker-posts

বরফ গলা নদী-জহির রায়হান

--বরফ গলা নদী-জহির রায়হান 

বরফ গলা নদী উপন্যাস আলোচনা বরফ গলা নদী রিভিউ বরফ গলা নদী উপন্যাসের চরিত্র  বরফ গলা নদী উপন্যাসের বিষয়বস্তু--

**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1 
**বুক রিভিউ**

নামঃ বরফ গলা নদী- জহির রায়হান।

   উপন্যাসের শুরু টা এভাবে হয়েছিল। প্রবল আঘাতে ভেঙ্গে পড়েছে নায়ক।

চমকে ওঠে চোখ মেলে তাকালো সে।

    সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার। বুকটা দুরুদুরু করছে। ভয় পেয়েছে মাহমুদ। তবু আশেপাশে একবার তাকালো সে। মা কে যদি দেখা যায়। কিন্তু কেউ তার নজরে এল না। এলো একটা আরশোলা, বইয়ের আলমারিটার ওপর নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সেটা। তার দিকে একদৃষ্টে চেয়ে রইল মাহমুদ।

    একটু পরে পাকঘর থেকে একগ্লাস গরম দুধ হাতে নিয়ে এ ঘরে এলো লিলি। ওকে দেখে কিছুটা আশ্বস্ত হলো মাহমুদ। একটুকাল নীরব থেকে বললো, আমি মরলাম না কেন, বলতে পারো লিলি?

   তারপর লেখক সেই আঘাতের মূলে নিয়ে যায়, একটা মধ্যবিত্ত পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের নিত্যদিনের সংগ্রামের ছবি তুলে ধরে।

    এক পর্যায়ে পাঠক কে নায়কের আঘাতের সামনা সামনি দাড় করায় লেখক।

ততটাও কষ্ট লাগে না সে জায়গায় দাঁড়িয়ে আমার। কারণ, উপন্যাসের শুরুর দিক থেকেই লেখক ইঙ্গিত দিচ্ছিলেন এরকম কিছু একটা ঘটার।

    তবে, সবচেয়ে বেশি খারাপ লেগেছে উপন্যাসের উপসংহার।

    রফিকের বিশ্বাসঘাতকতা সবচেয়ে বেশি আঘাত করে। তসলিম এবং মনসুরের পরিবর্তন টাও কি রকম যেন লেগেছে!

**চরিত্র সমুহঃ

১.মাহমুদ 

২.লিলি

৩.রফিক 

*রিভিউ প্রদানকারী--

নামঃরিজওয়ান আহমেদ রায়হান 
শিক্ষার্থী,বাংলা বিভাগ। 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ