**নীলদর্পন -দীনবন্ধু মিত্র**
**নীলদর্পন -দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের বিষয়বস্তু নীলদর্পন নাটকের আলোচনা নীলদর্পণ নাটকের চরিত্র নবীনমাধব নীলদর্পণ নাটকের সমাজচিত্র নীলদর্পণ রিভিউ **
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1
★বুক রিভিউ ★
বইয়ের নামঃ নীল দর্পণ
লেখকঃদীনবন্ধু মিত্র
প্রথম প্রকাশঃ১৮৬০
বইয়ের ধরণঃনাটক
নীলদর্পণ নাটকের কাহিনি নীলকর সাহেবদের একটি অত্যাচারের চিত্র। পরাধীন দেশের ইংরেজ বণিকেরা এদেশের সাধারণ মানুষের উপর যে হিংসাত্মক শোষণ ও নিপীড়ন চালিয়েছে তারই একটি চিত্র তুলে ধরে দীনবন্ধু মিত্র ব্রিটিশ শাসকদের অনাচার এবং লোভী ইংরেজ ব্যক্তিবর্গের দুশ্চরিত্র অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন।নাটকের উল্লেখযোগ্য পুরুষ চরিত্র হচ্ছে গোলকচন্দ্র বসু একজন সম্ভ্রান্ত স্বচ্ছল কৃষি পরিবারের অধিকর্তা, তার দুই ছেলে নবীনমাধব ও বিন্দুমাধব।
তাদের প্রতিবেশী সাধুচরণ একজন মাধ্যম শ্রেণির কৃষক, তার ছোট ভাই রাইচরণ একজন নিষ্ঠাবান সৎকৃষক।গোপীনাাথ দাস-একজন কপট দেওয়ান সে নীলকরদের দালাল, আই আই উড ও পি.পি.রোগ হিংস্র ও লোভী নীলকর।কৃষিনির্ভর মানুষদের শোষণ করা এদের প্রথম কাজ।তোরাপ নামে চরিত্রটি দরিদ্র হলেও সে ইংরেজ বিদ্রোহী, এরপর রয়েছে আমিন ও খালাসী এরা নীলকরদের পা'চাটা কুকুর তুল্য।
নারী চরিত্রের মধ্যে সাবিত্রী গোলকচন্দ্র বসুর স্ত্রী, সৈরিন্ধ্রী নবীন মাধবের স্ত্রী,সরলতা বিন্দুমাধবের স্ত্রী, রেবতি সাধুচরণের স্ত্রী, ক্ষেত্রমণি সাধুচরণের একমাত্র কন্যা,আদুরী গেলাকবসুর বাড়ির দাসী।নারী চরিত্রের মধ্যে একটি মাত্র চরিত্র নাম পদময়রাণী নষ্ট চরিত্রের অধিকারী।
নাটকটিতে দীনবন্ধু মিত্র পরাধীন ভারতবর্ষের ইংরেজ নীলকর সাহেবদের শোষণ ও নিপীড়নের শিকার হওয়া কতিপয় কৃষক সম্ভ্রান্ত পরিবারের জীবনচিত্র তুলে ধরেছেন।সে আমলে নীলকরদের অত্যচারে এদেশের কৃষি সমাজ দুর্বিষহ জীবন অতিবাহিত করছিল,দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক নীলকরদের এই অত্যচারের বিরুদ্ধে দেশব্যাপী প্রবল আন্দোলন গড়ে তোলেন।ইংরেজ নীলকরদের অত্যচারে এদেশের কৃষক সমাজের দুর্বিষহ অবস্থার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রাখে।তবে নীলকরদের অত্যচারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নাটক হিসেবে রচিত হলেও এর মধ্যে তৎকালীন গ্রাম্য সমাজের যে জীবনচিত্র ফুটে উঠেছে তা তৎকালীন নাট্যসাহিত্যে একান্তই অভিনব।
বাঙালির স্বাধীকার চেতনা এবং স্বদেশপ্রীতীর ভাবনা সমগ্র জাতির অন্তর প্রথিত করতে সমর্থ হয়েছেন তৎকালীন নির্যাতিত কৃষক দুর্বার বিদ্রোহের চিত্র নীলদর্পণ নাটকের মাধ্যমে উপস্থাপন করে।দীনবন্ধু মিত্র কেবল শোষণের চিত্রই তুলে ধরেননি মানব জীবনের সুখ -দুঃখ, আশা নিরাশা,আচার-অনাচার ইত্যাদি তাঁর নীলদর্পণ নাটকটিতে তুলে ধরেছেন।
**রিভিউ প্রদানকারী--
নাম--রুপিয়া ফারজানা খান
শিক্ষার্থী,বাংলা বিভাগ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।
0 মন্তব্যসমূহ