Hot Posts

6/recent/ticker-posts

কৃষ্ণকুমারী নাটক আলোচনা কৃষ্ণকুমারী -মাইকেল মধুসূদন দত্ত (বুক রিভিউ)

 


**কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সংক্ষেপ
***কৃষ্ণকুমারী -মাইকেল মধুসূদন দত্ত বুক রিভিউ   কৃষ্ণকুমারী নাটক আলোচনা কৃষ্ণকুমারী নাটক রিভিউ কৃষ্ণকুুমারী নাটকের চরিত্র কৃষ্ণকুমারী নাটকের বিষয়বস্তু--** 
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1 

**কৃষ্ণকুমারী নাটক আলোচনা 

বইয়ের নামঃ কৃষ্ণকুমারী

লেখকঃমাইকেল মধুসূদন দত্ত 

ধরনঃনাটক

মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক।এটি লেখা হয় ১৮৬০ সালে আর প্রকাশিত হয় ১৮৬১ সালে। এটি এক টি মর্মস্প্র্শী ট্র্যাজেডি। মাইকেল এই নাটকে পাশ্চাত্য ট্র্যাজেডির আদর্শ পুরোপুরি কাজে লাগান।

**কৃষ্ণকুমারী নাটকের চরিত্র 

**কৃষ্ণকুমারী নাটকের বিষয়বস্তু  

কাহিনীঃ  উদয়পুরের অপরুপ রুপসী রাজকন্যা কৃষ্ণকুমারী। তার পিতা ভীমসিংহ। রাজ্য হিসেবে উদয়পুর দূর্বল। জয়পুরের রাজা জয়সিংহ ও মরুদেশের রাজা মানসিংহ উভয়ই কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব দেয়। দুইজনই পাত্র হিসেবে উপযুক্ত। ভীমসিংহের পছন্দ জয়সিংহকে আর কৃষ্ণকুমারী অনুরাগী মানসিংহের প্রতি। রাজা পড়ে গেল বিপদে, সে কার কাছে কন্যাকে পাত্রস্থ করবে? একজনকে দিলে আরেকজন রাজ্য আক্রমণ করবে। চারদিক থেকে আক্রান্ত হয় ভীমসিংহের দুর্বল রাজ্য। তখন ভয়াবহ এক প্রস্তাব রাজাকে দেয় মন্ত্রী। সেটা হচ্ছে যদি কৃষ্ণাকে হত্যা করা হয় তবে বিপদ থেকে রক্ষা পাবে রাজ্য। রাজা তাতে রাজি হয়। রাজকুমারীকে হত্যার দায়িত্ব দেওয়া হয় সেনাপতি বলেন্দ্রসিংহকে। কিন্তু সেনাপতি হত্যা করতে গিয়ে আবেগতাড়িত হয়ে হত্যা করতে ব্যর্থ হয়। তখন কৃষ্ণা নিজেই আত্মহত্যা করে।


সত্যিই এক বিষাদময় পরিণতি😔😔শেষটা এমন  না হলেও পারতো🥺🥺🥺

**চরিত্র ---

১.কৃষ্ণা

২.রাজা জয়সিংহ

৩.রাজা ভীমসিংহ 

৪.মানসিংহ 

**রিভিউ প্রদানকারী--


নাম-রুপিয়া ফারজানা খান 
শিক্ষার্থী,বাংলা বিভাগ। 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ