Hot Posts

6/recent/ticker-posts

একাবলী ছন্দ একাবলী কি?ত্রিপদী ছন্দ কি, চৌপদী বা চতুষ্পদী ছন্দ ও প্রকারভেদ

***একাবলী কি?ত্রিপদী ছন্দ কি, চৌপদী বা চতুষ্পদী ছন্দ ও প্রকারভেদ  একাবলী কাকে বলে  ত্রিপদী ছন্দ বলতে কি বুঝ চৌপদী চতুষ্পদী ছন্দ কি প্রকারভেদ উদাহরণ ***-

**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1 

**একাবলী কি?ত্রিপদী ছন্দ কি, চৌপদী বা চতুষ্পদী ছন্দ ও প্রকারভেদঃ- 


 **একাবলী ছন্দঃ-
**একাবলীঃ--

একাবলী লঘু ও দীর্ঘ দুই প্রকারের হতে পারে। লঘু একাবলী এগার মাত্রার চরণ। প্রতিচরণ দুই পর্বে বিভক্ত এবং মাত্রাবিন্যাস(৬+৫=১১) দুই চরণে পরস্পর মিল থাকে।

(১)লঘু একাবলীঃ-

(১) বড়র পিরীতি | বালির বাঁধ

ক্ষণে হাতে দড়ি। ক্ষনেকে চাঁদ।।

৬+৫=১১(ভারতচন্দ্র) 


(২)দুখিনীর দিন | দুখেতে গেল। | 

 মথুরা নগরে। ছিলে ত ভাল।

- চন্ডিদাস

(২)(দীর্ঘ একাবলী)ঃ-

দীর্ঘ একাবণী বার মাত্রার চরণ। মাত্রাবিন্যাস- ৬+৬=১২।

(১) নয়ন যুগলে | সলিল গলিত। 

কনক মুকুরে | মুকুতা খচিত।

---রামপ্রসাদ 

(৩)মিশ্র ছন্দ

পয়ার, ত্রিপদী, চৌপদী ইত্যাদি ছন্দ দুই বা ততোধিক মিশ্রিত করলে তাকে মিশ্রছন্দ বলা হয়।

**কে তোমারে করে এত মনোহর,

রাখিল এ ধরাতলে, ধরাধনা করে? 

এত শোভা আছে কি এ পৃথিবী ভিতরে।**


**একপদী বা একপর্বিক ছন্দ

প্রত্যেক চরনে বা পঙক্তি তে একটিমাত্র পদ বা পর্ব থাকে এবং প্রতি আট মাত্রা বিশিষ্ট হয়।

**যে যেমন তার ঘরে, 

তেমনি মুরতি ধরে, 

মানবের কাছে কাছে 

সদা সে মোহিনী আছে।**

**ত্রিপদী ছন্দঃ-

ত্রিপদীর প্রত্যেক চরণে তিনটি করে পর্ব বা প্রদ্র থাকে। দুই চরণের শেষে মিল রাখা হয়। আবার প্রতি চরণের প্রথম এবং দ্বিতীয় পর্বেও অন্ত্যমিল থাকে |

(১)ত্রিপদীকে লঘু ত্রিপদী 

(২) দীর্ঘ ত্রিপদী 


(১)লঘু ত্রিপদীঃ-

প্রথম ও দ্বিতীয় পর্ব (পদ) ছয় মাত্রার এবং তৃতীয় পর্ব (পদ) আট মাত্রার হয়।(৬+৬+৮)

**যে জন দিবসে।মনের হরষে,

জ্বালায় মোমের বাতি ৷৷

আশু গৃহে তার।  দেখিবে না আর

নিশিতে প্রদীপ ভাতি ৷৷**

- কৃষ্ণচন্দ্র মজুমদার


(২)দীর্ঘ ত্রিপদীঃ-

প্রথম ও দ্বিতীয় পদ বা পর্ব আট মাত্রার এবং তৃতীয় পদ দশ মাত্রার হয়। (৮+৮+১০)।

**মহাজ্ঞানী মহাজন। যে পথে করে গমন

         হ'য়েছেন প্রাতঃস্মরণীয়,

সেই পথ লক্ষ্য করে। স্বীয় কীর্তি ধ্বজা ধরে

          আমরাও হব বরণীয় |**

---হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


**অসম পর্বিক ত্রিপদীঃ-

(ত্রিপদী ছন্দের পরবিন্যাসে বা মাত্রাবিন্যাসে বৈচিত্র্য এনে অসমপর্বিক ত্রিপদী ছন্দের সৃষ্টি করা হয়েছে। যেমনঃ-

***স্বাধীনতা-হীনতায়। কে বাঁচিতে চায় হে। 

            কে বাঁচিতে চায়।

দাসত্ব শৃঙ্খল বল,কে পরিবে পায় হে

             কে পরিবে পায়।**

-রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়


**চৌপদী বা চতুষ্পদীঃ-

চৌপদীর প্রত্যেক চরণে চারটি করে পদ বা পর্ব থাকে। দুই চরণের শেষে মিল রাখা হয়। আবার প্রতি চরণের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের শেষেও মিল থাকে।চৌপদী মুলত দুই প্রকার--

(১)লঘু চৌপদী 

(২)দীর্ঘ চৌপদী

**(১)লঘু চৌপদীঃ-

মাত্রাবিন্যাস : ৬+৬+৬+৫ বা শেষ পর্বে পাঁচের কম। প্রথম তিন পদ বা পূর্ব চুয় মাত্রাবিশিষ্ট হয় এবং তাদের মিল থাকে। চতুর্থ পর্ব পাঁচ বা পাঁচের কম মাত্রাবিশিষ্ট হয়।--(৬+৬+৬+৫)

(১) চিরসুখী জন। ভ্রমে কি কখন

 ব্যাথিত বেদন।  বুঝিতে পারে? |

কি যাতনা বিষে।বুঝিবে সে কিসে

কভু আশীবিষে।দংশেনি যারে।


(২)দীর্ঘ চৌপদীঃ- -

মাত্রাবিন্যাস – ৮+৮+৮+৭ বা শেষ পর্ব সাতের কম। প্রথম তিন পর্ব বা পদ আট মাত্রাবিশিষ্ট হয়। চতুর্থ পর্বে সাত, ছয় বা পাঁচ মাত্রা থাকে।--(৮+৮+৮+৭)

(১) ভরদ্বাজ অবতংস।  ভূপতি রায়ের বংশ 

সদা ভাবে হত কংস।  ভুরসিটে বসতি।।

---ভারতচন্দ্র।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ