--ছোট গল্পের সংজ্ঞা দাও ছোটগল্প বলতে কী বোঝএর বৈশিষ্ট্য লিখ বাংলা ছোট গল্পের ইতিহাস বাংলা ছোটগল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের উদ্ভব ক্রমবিকাশ--
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1
ছোটগল্প বলতে কী বোঝ?ঃ
বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা হলো ছোট গল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে মুলত বাংলা ছোট গল্পের বীজ রুপিতো হয়েছে। E. A. Poe (Edgar Allan Poe 1809-1849) বলেন-- যে গল্প আধ থেকে এক বা দুই ঘণ্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়, তাকে ছোটগল্প বলে। অ্যালান পো ছোটগল্পের আকার সম্পর্কে বলেন, "requiring from half an hour to one or two hours in its persual". অর্থাৎ- "শেষ করতে প্রয়োজন আধা থেকে এক ঘন্টা এবং মনোযোগ সহকারে এক থেকে দুই ঘন্টা।"
বিখ্যাত ছোট গল্পকার, Sommerset Maugham বলেন-"The desire to listen to stories appears to be as deeply rooted in the human animal as the sense of property. From the beginning of history men have gathered round the camp-fire, or in a group in the market place to listen to the telling of a story."
ছোটগল্পের প্রকৃতি ও গঠন-রীতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতার মধ্য দিয়ে বলেছেন--
"ছোটগ্রাণ, ছোটব্যথা,
ছোট ছোট দুঃখ কথা,
নিতান্তই সহজ সরল,
সহস্র বিস্মৃতি রাশি।
প্রত্যহ যেতেছে ভাসি,
তারি দু'চারটি অশ্রুজল
নাহি বর্ণনার ছটা।
ঘটনার ঘনঘটা,
নাহিতত্ত্ব নাহি উপদেশ,
অন্তরে অতৃপ্তি রবে,
সাল করি মনে হবে,
শেষ হ'য়ে হইল না শেষ।"
ছোটগল্পের বৈশিষ্ট্য :
উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ছোটগল্পের নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায়--
(ক)ছোটপ্রাণ ছোটব্যথা ছোট ছোট দুঃখ কথা' নিয়ে ছোটগল্প রচিত হয়।
(খ) ছোটগল্পের আকার ছোট হয়, যাতে অল্প সময়ের মধ্যে পড়ে শেষ করা যায়।
(গ) ছোটগমে পূর্ণাবয়ব জীবনের প্রকাশ থাকে না, থাকে মহিমা।
(ঘ)অনাবশ্যক ভাষা, চরিত্র এবং ঘটনা বর্ণিত হয় না।
(ঙ)গল্প হয় নাটকীয় গুণসম্পন্ন।
(চ) গল্পের ঘটনা গতিময় ও ইঙ্গিতধর্মী হয়।
(ছ)উপমা ও অলঙ্কার প্রয়োগ হয় বিষয়ানুগ।
(জ) বর্ণনা হয় গীতিকাব্যিক মাধুরী সম্পন্ন ভাষা বিন্যাস হয় চমৎকার ও ইঞ্জিতধর্মী।
(ঝ) ছোটগল্পে তত্ত্ব ও উপদেশ থাকে না। (i) এর শুরু ও শেষ হয় আকস্মিক।
বাংলা ছোট গল্পের মানচিত্রঃ
বাংলা ছোটগল্পের প্রবর্তক রবীন্দ্রনাথ এবং তিনিই এর সিদ্ধিদাতা। এক অপূর্ব ও গতিশীল গদ্যে, নাটক ও কাহিনীর অনবদ্য মেরুমিলন ঘটিয়ে, মনস্তত্ত্বের গূঢ়তায় ও সূক্ষ্ম সাংকেতিকতায় ছোটগল্পকে তার স্বর্ণশিখরে উত্তীর্ণ করেছিলেন তিনি। তাঁর ‘পোস্টমাস্টার’, ‘কাবুলিওয়ালা’, ‘ছুটি’, ‘অতিথি’, ‘ক্ষুধিত পাষাণ’ প্রভৃতি গল্প বিশ্বসাহিত্যের স্থায়ী সম্পদ। রবীন্দ্র-সমকালীন গল্পকারদের মধ্যে
জনপ্রিয়তা অর্জন করেছিলে নগেন্দ্রনাথগুপ্ত,ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ে, প্রভাতকুমার মুখোপাধ্যায় প্রমুখ। বিশেষতঃ ত্রৈলোকানাথের সরসতা ও প্রভাতকুমারের সকরুণ প্রসন্নতা পাঠকদের আকৃষ্ট করেছিলো। প্রভাতকুমারের শতাধিক প্রকাশিত গল্পের মধ্যে ‘দেবী’, ‘আদরিণী’ ও ‘রসময়ীর রসিকতা' প্রভৃতির নাম করা যায়। গল্পলেখক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও পাঠকমহলে বিশেষ সমাদৃত। গঠনরীতির শৈথিলা সত্ত্বেও শরৎচন্দ্রের বেশ কয়েকটি ছোটগল্প যেমন, 'মহেশ', 'অভাগীর স্বর্গ' ও 'বিলাসী' নিদারুণ মর্মস্পর্শী ও মানবিক আবেদনে মণ্ডিত। ছোটগল্পলেখকরূপে আরো উল্লেখ করতে হয় চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রমথ চৌধুরী, জগদীশ গুপ্তের নাম।তাছাড়া পরবর্তীতে আরো অনেক ছোটগল্পকার এর আবির্ভাব হয়েছে।
**তথ্যসংগ্রহ--
(১)সাহিত্য তত্ত্ব-কথা[সাহিত্যের রূপ, ছন্দ, অলঙ্কার ও রসতত্ত্ব]আবুল ফজল ও রেজাউল ইসলাম।
(২)কুন্তল চট্টোপাধ্যায় -সাহিত্যের রূপ-রীতি ও অন্যান্য প্রসঙ্গ।
0 মন্তব্যসমূহ