--দর্শন এর সংজ্ঞা ও এর পরিচয় দর্শন কাকে বলে দর্শন বলতে কী বোঝ দর্শনের স্বরুপ দর্শনের উদ্দেশ্য দর্শনের বিষয়বস্তু দর্শনের কাজ দর্শন কেনো প্রয়োজন দার্শনিক --
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1দর্শন এর সংজ্ঞা ও এর পরিচয়ঃ-
'দর্শন' শব্দের উৎপত্তি দৃশ ধাতু হইতে দৃশ্যঅনট)। 'দর্শন' শব্দের সাধারণ অর্থ হইল দেখা, তবে দর্শনশাস্ত্রে 'দর্শন' শব্দটিকে ঠিক সাধারণ অর্থে গ্রহণ করা হয় নাই, কারণ সাধারণ অর্থে দেখাই 'দর্শন' না। এই দর্শন হল 'সত্যকে' (truth) দেখা,' তত্তকে' (Reality) দেখা এবং তাহার স্বরূপ উপলব্ধি করা।দর্শনের সঠিক অর্থ হলো সত্য কে দেখা এবং উপলব্ধি করা।মানুষ কেন এবং কেমন করে বসবাস করে এসব প্রশ্নের সদুত্তর চিন্তাই দর্শনের মূল। মানুষের বিস্ময় প্রসুত নানাবিধ সমস্যা সমাধানের চিন্তাই দর্শন। প্রাগৈতিহাসিক যুগ হতে দেখা যায় মানুষ সব সময় চেষ্টা করে ভালরূপে বাঁচতে এবং এই বাঁচিবার জন্য তার দরকার, জগৎ ও জীবনকে ভাল করে জানা এবং উপলব্ধি দর্শন হলো জীবন এবং অভিগ্গতার সমালোচনা করা, বিশ্বজগৎ সম্পর্কে একটি যুক্তিযুক্ত, সুসংবদ্ধ এবং সুস্পষ্ট ধারণা গঠন করা। তাই মানুষ চেষ্টা করে জীবনের অর্থ বুঝতে, জীবনের মূল্য এবং জীবনের সঙ্গে জগতের সম্পর্ক নির্ধারণ করতে।
যাঁরা এই চেষ্টা করেন তাঁরাই দার্শনিক। তাই দর্শনকে জীবন এবং অভিজ্ঞতার সমালোচনা (Criticism of life and experience) বলা হয়। অনেকের ধারণা, জাগতিক জীবনযাত্রার সঙ্গে দর্শনের কোন রকমের সম্পর্ক নাই; কিন্তু এই ধারণা ভুল। জীবন এবং দর্শনের সম্পর্ক ঘনিষ্ঠ।
ইংরেজী Philosophy শব্দটির আক্ষরিক বা সরল অর্থ হইল জ্ঞানের জন্য অনুরাগ (Love for Knowledge)। তাই কোন এক সময়ে পদার্থবিদ্যা, অঙ্কশাস্ত্র প্রভৃতি জ্ঞানদায়ক প্রতিটি শাস্ত্রকেও দর্শন বলা হতো; কিন্তু জ্ঞানের ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে মানুষ অন্যান্য শাস্ত্র হতে 'দর্শনের' পার্থক্য বুঝতে পারে। এখন দর্শন বলতে মানুষ বুঝে জীব এবং জগৎ সম্পর্কে সম্যক জ্ঞানকে। তত্ত্বকে দেখা এবং সত্যকে উপলব্ধি করাই দর্শন। যে শাস্ত্র তত্ত্বকে দেখতে, সত্তকে উপলব্ধি করতে পথের নির্দেশ দেয়, তাকেই দর্শনশাস্ত্র বলা হয়। এই দর্শনশাস্ত্রই সমস্ত বিজ্ঞানের মধ্যে সমন্বয় সাধন করে। ইহাই সমস্ত বিজ্ঞানের প্রগতির সহায়ক। এই কারণে দর্শনশাস্ত্রকে সমস্ত বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলা হয়।
0 মন্তব্যসমূহ