Hot Posts

6/recent/ticker-posts

চার্বাক দর্শন এর পরিচয়

---চার্বাক দর্শন  এর পরিচয়  চার্বাক দর্শন বলতে কী বোঝ চার্বাক দর্শনের উৎস চার্বাক শব্দের অর্থ কি চার্বাক কে ছিলেন চার্বাক নীতিতত্ত্ব চার্বাক জ্ঞানতত্ত্ব--
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1 
**চার্বাক দর্শন এর পরিচয় --

দর্শন' শব্দের উৎপত্তি দৃশ ধাতু হইতে দৃশ্যঅনট)। 'দর্শন' শব্দের সাধারণ অর্থ হইল দেখা, তবে দর্শনশাস্ত্রে 'দর্শন' শব্দটিকে ঠিক সাধারণ অর্থে গ্রহণ করা হয় নাই, কারণ সাধারণ অর্থে দেখাই 'দর্শন' না। এই দর্শন হল 'সত্যকে' (truth) দেখা,' তত্তকে' (Reality) দেখা এবং তাহার স্বরূপ উপলব্ধি করা।ভারতীয় দর্শন গুলোর মধ্যে চার্বাক দর্শন অন্যতম।ভারতীয় দর্শনসমূহের মধ্যে একমাত্র চার্বাক (Carvaka) বদ্ধ জড়বাদী চার্বাক দর্শন জড়বাদী (Materialistic) দর্শন যে মতবাদ অনুসারে অচেতন জড়পদার্থই একমাত্র সত্তী এবং মন, প্রাণ, চৈতন্য প্রভৃতি জগতের সব বস্তুই জড়পদার্থ (Matter) হইতে উদ্ভূত, সেই মতবাদই জড়বাদ। জড়বাদীরা আত্মা এবং ঈশ্বরে বিশ্বাস করেন না।

চার্বাক দর্শন সম্পর্কে কোন প্রামাণিক গ্রন্থ (Authentic book) পাওয়া না গেলেও বেদ রামায়ণ মহাভারতে, চর্বাক দর্শনের উল্লেখ আছে। অনেকের মতে চার্বএকজন ব্যাক্তি, আবার কেউ কেউ বলেন চার্বাক একটি মত। 

"চৰ” ধাতু হইতেই ‘চার্বাক' শব্দটির উৎপত্তি। "চ" ধাতুর অর্থ চর্বণ করা বা খাওয়া। এই দর্শন খাওয়া দাওয়াকে জীবনেরএকটি চরম লক্ষ্য বলিয়া মনে করে। তাই এই দর্শনের নাম 'চার্বাক দর্শন আর একদলের মতে 'চার্বাক' শব্দের অর্থ চারু+বাক অর্থাৎ মধুর কথা। এই দর্শনের কথাগুলি খুবই মধুর, যেমন ঋণ করিয়াও ঘি খাও, যতদিন বাঁচ সুখেই বাচ (ঝুণঃ কৃতা মৃতঃ প্রিবেৎ যারং জীবেৎ সুখং শ্রীবেও) ইত্যাদি; তাই এই দর্শনের নাম হয়েছে চার্বাক দর্শন। জাগতিক সুখভোগ এই দর্শন এর মুল লক্ষ্য বলে অনেকেই একে লোকায়ত দর্শন বলে অভিহিত করেন।

চার্বাকগণ বলেন, ইন্দ্রিয়ের সাহায্যে আমরা জড়জগৎকে প্রত্যক্ষ করি। এই জড়জগৎ ক্ষিতি (Earth). অপ (Water). তেজ (Fire) ও মরুৎ (Air), এই চারি ভূতের দ্বারাই সর্বাক দর্শনের মতে জগতের সৃষ্টি। চার্বাক দর্শনের মতে, চেতনার অস্তিত্ত আছে,কিন্তু দেহ ছাড়া আত্নার কোন মুল্য নেই। চার্বাকগন ঈশ্বর এবং বেদে বিশ্বাস করেন না। চার্বাকগন পরজন্মে বিশ্বাস করেন না।অর্থাৎ পুজা আর্চনা, ভক্তি ইত্যাদি তাদের দর্শনে নেই।তাদের মতে ইন্দ্রিয় -সুখই মানুষের জীবনের পরম কল্যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ