--শাপমোচন -ফাল্গুনী মুখোপাধ্যায় শাপমোচন উপন্যাস এর রিভিউ শাপমোচন উপন্যাসের চরিত্র মহেন্দ্র শাপমোচন উপন্যাসের বিষয়বস্তু ----
**বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন https://monoweredu13.blogspot.com/?m=1
**শাপমোচন -ফাল্গুনী মুখোপাধ্যায় --
***কিছু লেখা আছে যা আমাদের হৃদয়কে স্পর্শ করার ক্ষমতা রাখে।তেমনি শাপমোচন বইটিও আমার কাছে মনে হয়েছে। বইটি পড়তে গিয়ে কখনো হেসেছি,কখনো মনে মনে কষ্ট পেয়েছি,কখনো আফসোস করেছি,আবার কখনো লেখকের প্রতি রাগান্বিত ও হয়েছি।
তবে শেষের দিকে গিয়ে নিজের অজান্তেই চোখের কোনায় পানি চলে আসতেও ভুলে নাই। হয়তো চোখের পানি আমাকে বলে দিয়েছে এখানেই একজন লেখকের সার্থকতা।
বইটি পড়তে গিয়ে কিছু সম্পর্কে নতুন করে চিনতে শিখলাম, নতুন করে আর একবার ভালোবাসার এক অনিন্দ্য সুন্দর সংজ্ঞা পেলাম যা সত্যি অসাধারণ।
উপন্যাসটিতে লেখক সুন্দর, সহজ ও সাবলীল ভাষায় বলে গেছেন দরিদ্র পরিবারের একজন যুবকের কথা।শুধু তাই নয়,লেখক উপন্যাসটিতে উচ্চবিত্ত একজন যুবতীর মনোবিশ্লেষণ করেছেন অসাধারণ নিপুনতায়।
উপন্যাসটিতে কে বেশি প্রাধান্য বিস্তার করেছে মহেন্দ্র নাকি মাধুরী, তা বোঝা সত্যি কঠিন। মাঝে মাঝে আমার মনে হয়েছে লেখক মাধুরী চরিত্রে জোর দিয়েছেন আবার মনে হয়েছে মহেন্দ্রকে নিখুঁত করেছেন। আর যাই হোক,চরিত্রের সংলাপগুলো অদ্ভুত সুন্দর।
" ভালোবাসলেই যে পেতে হবে এমন কোন কথা নেই।পাওয়া না পাওয়ার হিসাব ছাড়াও ভালোবাসা আমাদের উত্তম করে তুলতে পারে।আবার ভালোবাসা হতে পারে সার্থক।"
এত জটিল প্রেমের উপাখ্যান, উভয় চরিত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, তারপরেও তা সুমধুর এবং বারবার পড়ার যোগ্য।
**চরিত্রসমুহ--
১.মহেন্দ্র
২.মাধুরী
৩.ক্ষেত্রনাথ--মহেন্দ্রর বাবা
৪. উমেশবাবু--মহেন্দ্রর বাবার বন্ধু /মাধুরীর বাবা
৫.মহেন্দ্রর দাদা--দেবেন্দ্র
৬.অপর্ণা -মহেন্দ্রর বৌদি
৭.খোকন-মহেন্দ্রর ভ্রাতুষ্পুত্র
***রিভিউ প্রদানকারী--
মোহাম্মদ তারিকুজ্জামান আহমেদ তারিকশিক্ষার্থী,বাংলা বিভাগ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
0 মন্তব্যসমূহ