Hot Posts

6/recent/ticker-posts

৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা র প্রশ্ন ও সমাধান

বিসিএস(বাংলাদেশ কর্ম কমিশন)  এর হয়ে যাওয়া সকল পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের সমাধান এখানে সংযুক্ত করা হয়েছে। 

৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উওর নিচে দেওয়া হলো


৪৪তম বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্যে প্রশ্ন ও সমাধানঃ-


বাংলা ভাষা (১)


(১)শুদ্ধ বানান কোনটি?- মুমূর্ষু

(২)“ইতরবিশেষ" বলতে বোঝায় - পার্থক্য

(৩)নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?-- গো + অক্ষ = গবাক্ষ

(৪)নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।  

(৫)নিচের কোনটি যৌগিক বাক্য?-- ছেলেটি চঞ্চল তবে মেধাবী 

(৬)ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?-- পিচাশ

(৭)নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়? → আবীর

(৮)“দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।'- এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত? → অপহ্নুতি

(৯)“যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? → অব্যয়ীভাব (১০)'মৃত্তিকা দিয়ে তৈরি - কথাটি সংকোচন করলে হবে - মৃন্ময়

(১১)"অর্ধচন্দ্র' কথাটির অর্থ → গলাধাক্কা দেওয়া 

(১২))'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ? → গুজরাটি

(১৩)কোনটি "জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ? → জয় করিবার ইচ্ছা

(১৪)নিচের কোনটি তৎসম শব্দ? → ধূলি

(১৫)নিচের কোনটি বাংলা ধাতু'র দৃষ্টান্ত?


সাহিত্য (২০)


(১)ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তাবিপ্লব

 (২)চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী? → শিব

(৩)'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?-- গোয়ালঘর থেকে 

(৪)বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? --মৈথিলি

(৫)"আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এই মনোবাঞ্ছাটি কার? → ঈশ্বরী পাটুনীর 

(৬)নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?-- এস ওয়াজেদ আলি

(৭)'মনোরমা" বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মৃণালিনী 

(৮)ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? → মানসী

(৯)'অতীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? --রবিবার 

(১০)'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।'- কার রচিত পঙ্ক্তি? →কামিনী রায়

 (১১)'খোকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র? → জীবন আমার বোন

(১২)সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি? বহিপীর। 

(১৩)মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' একটি → উপন্যাস

(১৪) ‘চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম --আরেফ আলী

(১৫)'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।'- পক্তিটির রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর। 

(১৬)"আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম নজিবর রহমান

(১৭)নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক? → অগ্নিবীণা

(১৮)নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? → শনিবারের চিঠি 

(১৯)নিচের কোনটি উপন্যাস নয়? কবিতার কথা

(২০)“বাঙালী ও বাঙলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? আহমদ শরীফ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ