Hot Posts

6/recent/ticker-posts

মেসোপোটেমিয়া সভ্যতা,সুমেরীয় সভ্যতা বৈশিষ্ট্য উদ্ভব


--মেসোপোটেমিয়া শব্দের অর্থ কি মেসোপোটেমিয়া সভ্যতা সভ্যতা থেকে বিসিএস প্রশ্ন মেসোপোটেমিয়া সভ্যতার বৈশিষ্ট্য সুমেরীয় লিপির উদ্ভব সুমেরীয় সভ্যতা লিখন পদ্ধতি--

মেসোপটেমিয়া সভ্যতা

The Mesopotamian Civilizationঃ--


বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া। আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে ইরাকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে। এদের ভিন্ন ভিন্ন নাম ব্য থাকলেও একই ভূ-খণ্ডে গড়ে উঠায় একত্রিতভাবে এ সভ্যতাসমূহকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা।  'মেসোপটেমিয়া' একটি গ্রিক শব্দ। এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান ও ইরাক রাষ্ট্রগুলো প্রচীন এই সভ্যতার অংশ ছিল। তবে বেশির ভাগ বর্তমানে ইরাকে অবস্থিত। মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত রয়েছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসেরীয় সভ্যতা। ক্যালডীয় সভ্যতা।

**অনার্স এর সকল পড়াশোনা  আরও জানতে এখানে ক্লিক করুন 

সুমেরীয় সভ্যতা (The Sumerian Civilization) 

**সাহিত্যের রূপ রীতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন 

মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। সুমেরীয়দের আদিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চলে। খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে এদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি গড়ে তোলে। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কবি। তারা উন্নত সেচব্যবস্থা গড়ে তুলেছিল। সুমেরীয়গণ কিউনিফর্ম' (Cuneiform) নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক বর্ণলিপি (Letter Based alphabet)। সুমেরীয়দের বর্ণমালার কোন কোনটি দেখতে ইংরেজি বর্ণমালার। এর মত জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকার আবিষ্কার সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান। সভ্যতার সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান চাকা (Wheel) আবিষ্কার।

*সুমেরীয় লিপি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

**সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন 

বিসিএস প্রশ্নঃ-

(1)বিশ্বের  সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?(২৪বিসিএস) 

(ক)Greece (গ্রিক)

(খ)Rome (রোমান)

(গ)India (সিন্ধু)

(ঘ)Mesopotamia(মেসোপোটেমিয়া)[correct]


(2)'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে?(১৮বিসিএস)

(ক)ইরান

(খ)ইরাক

(গ)গ্রীস

(ঘ)মিশর[correct ]


**তথ্যসংগ্রহঃ-Georg,s mp3 আন্তর্জাতিক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ