Hot Posts

6/recent/ticker-posts

সুমেরীয় লিপি পরিচিতি।।।।।

 

**লিপির পরিচয় 

*সুমেরীয় লিপির উদ্ভব 

**সুমেরীয় লিপির বৈশিষ্ট্য 

****বিঃদ্র-বাংলা বিভাগের সকল পড়াশোনা পেতে ব্লগটিতে যুক্তথাকুন   https://monoweredu13.blogspot.com/?m=1

****সুমেরীয় লিপিঃ--

পৃথিবীর প্রাচীনতম বর্ণলিপির নিদর্শন স্বরূপ আমরা পাই সুমেরীয় ও মিসরীয় লিপি। প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায় সুমেরীয় লিপির উদ্ভব হয়। এই লিপি কীলকাক্ষর বা Cuniform লিপি নামে পরিচিত। নরম কাদামাটির চাকতি বা ফলকের উপর তীরের অগ্রভাগের ন্যায় বিভিন্ন দাগ কেটে এই লিপি উৎকীর্ণ হতো। কীলকাক্ষর লিপি চিত্রলিপি থেকে শুরু করে অক্ষরলিপি পর্যন্ত এসে আর এগোতে পারেনি। বর্ণলিপির কোন নজির সুমেরীয় লিপিতে পাওয়া যায়নি। প্রাচীন মেসোপটিমিয়া বা সুমেরু থেকে এই লিপির ব্যবহার ক্রমশঃ আক্কাদ, এলাম, ব্যাবিলনিয়া, এ্যাসিরীয়া প্রভৃতি দেশের প্রাচীন অধিবাসীর মধ্যে প্রচলিত হয়েছিল।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ