Hot Posts

6/recent/ticker-posts

আধুনিক বাংলা ছোট গল্প -১


ক.প্রভাতকুমার মুখোপাধ্যায় সমাজসচেতন গল্পকার।' পঠিত গল্পগুলোর আলোকে উক্তিটির সত্যাসত্য বিচার কর।

অথবা

খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্পে প্রকাশিত হাস্যরসের শ্রেণি-স্বরূপ ব্যাখ্যা কর।

ক. তোমার পঠিত বনফুলের বিজ্ঞানমনস্ক গল্পসমূহের তাৎপর্য বিশ্লেষণ কর।

অথবা

খ. ‘বনফুলের গল্প কারিগরির দিকে ঝোঁক নেই।”- বুঝিয়ে দাও।

ত। ক. প্রেমেন্দ্র মিত্রের গল্প অবলম্বনে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের সমাজ-মানসিকতার পরিচয় দাও । অথবা

খ. ‘শুধু কেরানি’ গল্পের শিল্পমান বিচার কর।

৪। ক. নরেন্দ্রনাথ মিত্রের গল্পে প্রতিফলিত দেশভাগোত্তর সংকটসমূহ পঠিত

অথবা

মনস্তাত্ত্বিক গল্প হিসেবে ‘বিকল্প’ গল্পের বৈশিষ্ট্য চিহ্নিত কর।

সম্প্রসঙ্গ ব্যাখ্যা লেখ: ( যে কোন ২টি)

ক. দয়াময়ী ছিল মানবী-সহসা দেবীত্বে অভিসিক্ত হইল।

খ. কিন্তু একবৃন্তে দুইটি ফুল- এ উপমা ইহাদের সম্বন্ধে খাটে না।

গ. আর কুড়িটা টাকা হইলেই রজনীর ঋণ সমস্ত শোধ হইয়া তাহাদের সব ঘরচ কুলাইয়া যায়।

ঘ. না মেঞাভাই নেবে নাই।


 *******প্রশ্ন*****

১. ক) 'জীবনের ব্যাখ্যান নয়, প্রকাশনেই তাঁর শিল্পকর্মের পরাগতি। প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্পের আলোকে উক্তিটির সত্যাসত্য বিচার কর। অথবা

খ) 'অলৌকিক ধর্মবিশ্বাস অনেক ক্ষেত্রেই মানবজীবনের ট্র্যাজেডির কারণ হিসেবে বিবেচিত।'- 'দেবী' গল্প অবলম্বনে আলোচনা কর।

২. ক) 'বনফুল ব্যঙ্গ রসাত্মক গল্পগুলোতে কুসংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্নপ্রকাশ ঘটিয়েছেন।'- উক্তিটি প্রমাণ কর।

অথবা

খ) “বনফুলের জীবনাদর্শটিকে বোঝাবার জন্য 'মানুষ' গল্পটি গ্রহণ করা যেতে পারে।”- উক্তিটি প্রমাণ


. ক) 'তাঁর গল্পে চরিত্রের প্রধান নিয়ন্তা আর্থিক দৈন্য। - প্রেমেন্দ্র মিত্রের পঠিত গল্প অবলম্বনে বিস্তারিত


আলোচনা কর।

অথবা

খ) 'প্রেমেন্দ্র মিত্র তাঁর গল্পে রূপক, উপমা ও চিত্রকল্পের সফল ব্যবহার করে গল্পকে কাব্যিক ব্যঞ্জনায় উন্নীত করেছেন।'- উক্তিটি ব্যাখ্যা কর।

৪. কু) নরেন্দ্রনাথ মিত্রের গল্পে প্রকাশিত মনস্তত্বের স্বরূপ ব্যাখ্যা কর। অথবা খ) নরেন্দ্রনাথ মিত্রের গল্পের ভাষাবৈশিষ্ট্য আলোচনা কর।

৫. সম্প্রসঙ্গ ব্যাখ্যা লেখ : যে কোন ২টি

ক) আমি পুণ্যাত্মা নহি- এ জীবনে অনেক পাপ করিয়াছি। আজ এই পাপটিও করিব। এইটিই আমার সর্বাপেক্ষা লঘু পাপ হইবে।

খ) জ্যোত্মার টুকরাটি মুচকি মুচকি হাসিতেছে। শু

গ) কচি দাঁতে এত বিষ, বড়ো হলে ও কত সংসাৱে আগুন দেবে মা কে জানে! গয়

ঘ) ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, জোঁক ফেলাবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ